Advertisement
Advertisement
Praful Patel

NDA যোগের পুরস্কার! এয়ার ইন্ডিয়া দুর্নীতিতে প্রফুল প্যাটেলকে CBI ক্লিনচিটে সরব বিরোধীরা

'মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চাক বিজেপি', সরব সঞ্জয় রাউত।

NCP leader Praful Patel got clean chit from CBI in Air India-Indian Airlines merger case

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 29, 2024 6:26 pm
  • Updated:March 29, 2024 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএ (UPA) জমানায় এয়ার ইন্ডিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। অভিযোগ ছিল, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলের (Praful Patel) বিরুদ্ধে। সেই মামলায় এবার সিবিআইয়ের তরফে ক্লিনচিট দেওয়া হল প্রফুল্ল প্যাটেলকে। এক সময় শরদ পওয়ার ঘনিষ্ঠ এই নেতা বর্তমানে অজিত পওয়ারের হাত ধরে এনডিএ শিবিরে যোগ দিয়েছেন। এরপরই প্রফুল্লর ক্লিনচিট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। প্রশ্ন উঠছে, এনডিএ যোগের পুরস্কার পেলেন প্যাটেল? পাশাপাশি সিবিআইয়ের ক্লিনচিট প্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তোপ দেগেছেন মোদি সরকারকে। তাঁর দাবি, এবার তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) কাছে ক্ষমা চাক বিজেপি (BJP) সরকার।

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের একত্রীকরণ করা হয়েছিল ইউপিএ আমলে। সেই সময়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, দায়িত্বে থাকাকালীন এয়ার ইন্ডিয়ার লাভজনক রুট বেসরকারি বিমান সংস্থার হাতে তুলে দেন প্রফুল্ল। এমনকী বিমান কেনার সময়ে টাকার বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি তথা বিরোধী শিবির। এই মামলায় সুপ্রিম নজরদারিতে শুরু হয় তদন্ত।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে ৩ সন্তান, স্বামী পরিযায়ী, প্রচারে ব্যস্ত বসিরহাটের রেখার সংসার সামলাচ্ছেন কে?]

২০১৭ সালে এই মামলায় সিবিআইয়ের চার্জশিটে প্রফুল্লর নাম থাকলেও এবার তাঁকে ক্লিনচিট দিল কেন্দ্রীয় এজেন্সি। আদালতে সিবিআইয়ের (CBI) দাবি, ‘প্রফুল্লের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।’ তবে সিবিআই এই মামলায় প্রফুল্লকে ক্লিনচিট দিয়ে তদন্ত ক্লোজ করলেও মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। আগামী ১৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: বিজেপিতে রচনার প্রাক্তন স্বামী, দিল্লির সদর দপ্তরে আনুষ্ঠানিক যোগদান]

এদিকে সিবিআইয়ের তরফে মামলার তদন্তপাঠ গুটিয়ে নেওয়ার পর বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। অভিযোগ করা হচ্ছে, এনডিএ শিবিরে যোগ দেওয়ার পুরস্কার হিসবেই এনসিপি (অজিত পওয়ার) শিবিরের প্রফুল্ল প্যাটেলকে ক্লিনচিট দেওয়া হয়েছে মামলা থেকে। এক্ষেত্রে বিরোধীদের তরফে খাড়া করা হচ্ছে ‘বিজেপি ওয়াশিং মেশিন’ তত্ত্ব। বিজেপিতে যোগ দিলেই সব পাপ থেকে মুক্তি। অন্যদিকে, এই ঘটনায় বিজেপিকে দুষেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘মনমোহন সিংয়ের জমানায় এই দুর্নীতির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। এবার তবে ওরা মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চান।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement