Advertisement
Advertisement
Chhagan Bhujbal

‘আমি কি হাতের পুতুল’, মন্ত্রিত্ব না পেয়ে বিস্ফোরণ বর্ষীয়ান এনসিপি নেতার

বর্ষীয়ান ওই এনসিপি নেতার দাবি, ভোটের আগে অজিত পওয়ার এবং প্রফুল্ল প্যাটেল তাঁকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

NCP leader Chhagan Bhujbal slammed the party President and Maharashtra Deputy Chief Minister Ajit Pawar
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2024 7:47 pm
  • Updated:December 17, 2024 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠনের পর থেকেই শাসক শিবিরে একের পর এক বিধায়কের অসন্তোষের খবর প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই মন্ত্রিত্ব না পেয়ে দলের সব পদ ছেড়েছেন শিণ্ডে সেনার তিন বারের বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকর। এবার গোঁসা করলেন বর্ষীয়ান এনসিপি নেতা ছগন ভুজবল। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি।

বর্ষীয়ান ওই এনসিপি নেতার দাবি, ভোটের আগে অজিত পওয়ার এবং প্রফুল্ল প্যাটেল তাঁকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে সেটা করা হয়নি। কোনওরকম আলোচনাতেও তাঁকে ডাকা হয়নি। মঙ্গলবার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ভুজবল অজিত এবং প্রফুল্ল প্যাটেলকে নিশানা করে প্রশ্ন করেন, “আমি কি হাতের পুতুল?” মঙ্গলবার নাসিকের সভায় ভুজবল দাবি করলেন, মুখ্যমন্ত্রী ফড়ণবিস তাঁকে মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু দলেরই কেউ বাধা দিয়েছেন।

Advertisement

আসলে ভুজবল শরদ পওয়ারের আমলের নেতা। ভোটের আগেও বিস্তর টালবাহানা করেছেন তিনি। একটা সময় শোনা যাচ্ছিল, তিনি শরদ শিবিরে ফিরে যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি যাননি। সম্ভবত সেই টালবাহানার জন্যই ভুজবলকে মন্ত্রী করেননি অজিত পওয়ার। তাতে ক্ষুব্ধ ছগন বলছেন, “ওরা আমাকে রাজ্যসভায় পাঠাতে চাইছে। আমি অজিত পওয়ার, প্রফুল্ল প্যাটেলের হাতের পুতুল নই। আমি ইস্তফা দিয়ে রাজ্যসভায় গেলে আমার কেন্দ্রের মানুষের কী হবে?” ভুজবল জানিয়ে দিয়েছেন, আগামী দিনে আদৌ এনসিপিতে থাকবেন কিনা, দ্রুত সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, মহারাষ্ট্রে (Maharashtra) শিণ্ডে-ফড়নবিশ সরকার গঠনের ৪০ দিন পর মন্ত্রিসভার বিস্তার হয়েছে। মোট ৩৯ জনকে মন্ত্রী করা হয়েছে। বিজেপি থেকে ১৯ জন, শিণ্ডে সেনার ১১ জন এবং এনসিপির অজিত শিবিরের ৯ জন মন্ত্রী হয়েছেন। কিন্তু ওই ৯ জনের মধ্যে ভুজবলের জায়গা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement