সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে কি ফের বড়সড় ধাক্কা খেতে চলেছে বিরোধীরা? শিব সেনার (Shiv Sena) মতো এবার এনসিপিতেও বড়সড় ভাঙন? একনাথ শিণ্ডের মতো এবার কি অজিত পওয়ারও সদলবলে হাত মেলাবেন বিজেপির সঙ্গে? গত কয়েকদিন ধরে মারাঠাভূমে এমনই জল্পনা চলছিল। কিন্তু সেই সব জল্পনায় ইতি টেনে দিলেন অজিত পওয়ার নিজেই।
আসলে দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, ২০১৯ সালের মতো ফের এনসিপিতে (NCP) ভাঙন ধরিয়ে সদলবলে বিজেপিতে যোগ দেবেন অজিত পওয়ার। বিজেপির সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তাও নাকি হয়েছিল। এমনকী গত কয়েকদিন ধরে তাঁকে এনসিপির কোনও কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। তিনি নাকি বিরোধী শিবিরের বিধায়কদের সই পর্যন্ত সংগ্রহ করেছেন, তাদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য। এনসিপি অবশ্য শুরুতেই সব জল্পনা উড়িয়ে দিয়েছিল। খোদ শরদ পওয়ার বলে দিয়েছিলেন, “অজিতের বিজেপি (BJP) যোগের জল্পনায় কোনও সারবত্তা নেই। ও এখন নির্বাচনের কাজে ব্যস্ত আছে।”
মঙ্গলবার অজিত পওয়ার (Ajit Pawar) নিজেই সেই জল্পনা উড়িয়ে দিলেন। সংবাদমাধ্যমের সামনে এসে তিনি দাবি করলেন, “এই সব গুজবে কোনও সত্যতা নেই। আমি এনসিপিতেই আছে। আমি কোনও বিধায়কের সই সংগ্রহ করিনি। বিধায়করা আমার সঙ্গে দেখা করতে এসেছিল বটে, কিন্তু সেটা রুটিন প্রক্রিয়া।” এনসিপির ‘দাদা’ অভিযোগ করেন, দলে তাঁর অবস্থান দুর্বল করার জন্য কেউ ইচ্ছা করে তাঁকে বদনাম করার চেষ্টা করছে। এনসিপি কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
উল্লেখ্য, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে দল ভেঙে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন অজিত। দলের কয়েকজন বিধায়ককে ভাঙিয়েও নিয়ে যান তিনি। রাতারাতি শপথ নেন উপমুখ্যমন্ত্রী পদে। মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadanbis)। তবে, শেষপর্যন্ত বিজেপির সেই সরকার টেকেনি। অজিত পদত্যাগ করে এনসিপি শিবিরে ফিরে আসেন। তাঁর সেই অতীত রেকর্ড দেখেই এনসিপির অনেক নেতা আশঙ্কা করছিলেন, ক্ষমতায় থাকার জন্য ফের দলবদল করতে পারেন অজিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.