Advertisement
Advertisement

Breaking News

NCERT

আর INDIA নয়, এবার পাঠ্যপুস্তকেও ব্যবহার হবে স্রেফ ‘ভারত’

দ্রুত শুধুই ভারত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ।

NCERT panel recommends replacing ‘India’ with ‘Bharat’ in textbooks | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 25, 2023 3:49 pm
  • Updated:October 25, 2023 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাম ইন্ডিয়া (India) থেকে পালটে শুধু ভারত (Bharat) করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। দেশের নাম বদলের সেই লক্ষ্যে এবার বড়সড় পদক্ষেপ করল ভারত। এবার থেকে পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম হিসাবে শুধু ‘ভারত’ শব্দটি ব্যবহার করার সিদ্ধান্ত পাকা করে ফেলল NCERT।

NCERT’র সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ে আর ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার করার দরকার নেই। বদলে সব জায়গায় সব ভাষায় ব্যবহার করা হোক ‘ভারত’ শব্দটি। সেই সঙ্গে ওই কমিটির সুপারিশ, ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ভারতের ইতিহাসের বদলে পড়ানো হবে সনাতনী ভারতীয় ইতিহাস। এনসিইআরটির বিশেষজ্ঞ কমিটির সাত সদস্যের সহমতের ভিত্তিতেই ওই সুপারিশ করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির]

সূত্রের খবর, খুব শীঘ্রই বিশেষজ্ঞ কমিটির ওই রিপোর্ট গ্রহণ করা হবে। ফলে আগামী দিনে জাতীয় শিক্ষানীতির অধীনে যে পাঠ্যবইগুলো শিশুদের পড়ানো হবে তাতে ইন্ডিয়া শব্দটি থাকবে না। থাকবে শুধু ভারত। সেই সঙ্গে আগামীর শিশুরা পড়বে সনাতনী ইতিহাস। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতাও শুরু হয়ে গিয়েছে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সে রাজ্যে এনসিইআরটির সিদ্ধান্ত মতো ইন্ডিয়া শব্দটি পুরোপুরি বাদ দেওয়া হবে না।

[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]

দেশের নামবদলের জল্পনা শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) লেখা থেকে। তার পর একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে ‘ইন্ডিয়া’ শব্দটি ছেঁটে ফেলার প্রবণতা। এবার পাঠ্যবইয়েও বাদ পড়তে চলেছে ইন্ডিয়া।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement