সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামায়ণ (Ramayana) ও মহাভারত। এদেশের দুই চিরন্তন মহাকাব্য। এবার তারই দেখা মিলতে পারে ইতিহাস বইয়ে! এনসিইআরটির সমাজবিজ্ঞান কমিটি তেমনই প্রস্তাব দিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তেমনই দাবি।
ওই উচ্চ পর্যায়ের প্যানেলের শীর্ষ পদাধিকারী অধ্যাপক সি আই আইজ্যাক এই প্রস্তাবের পাশাপাশি আরও নানা প্রস্তাব দিয়েছেন সিলেবাসে। যার মধ্যে অন্যতম ইতিহাসের নয়া বিভাজন। মোট চারটি পর্বে ইতিহাসকে ভাঙার কথা বলা হয়েছে। যথা- চিরায়ত, মধ্যযুগ, ব্রিটিশ ও আধুনিক ভারতের ইতিহাস। বেদ ও আয়ুর্বেদ পাঠ্যপুস্তককেও সিলেবাসের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় নায়কদেরও ওই সিলেবাসে রাখার কথা বলা হয়েছে। এখন দেখার এনসিইআরটি এই প্রস্তাবে সাড়া দেয় কিনা।
সি আই আইজ্যাক এবিষয়ে বলতে গিয়ে জানাচ্ছেন, ”চিরায়ত ইতিহাসের মধ্যে রামায়ণ-মহাভারত (Mahabharata) রাখার কথা বলা হয়েছে। আমরা এই প্রস্তাব দিয়েছি যাতে, পড়ুয়ারা জানতে পারে রাম কে ছিলেন এবং তাঁর উপলক্ষ কী ছিল। মহাকাব্যের সামান্য অংশই পড়ানো হবে।”
উল্লেখ্য, এর আগে এনসিইআরটি-র (NCERT) নির্দেশিকা মেনে যে বদল এসেছে পাঠ্যক্রমে তা নিয়ে প্রভূত বিতর্ক হয়েছে। বাদ পড়েছে মুঘল যুগ, ডারউইনের বিবর্তনবাদ, নারী আন্দোলনের ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার দেখার, ইতিহাস বইয়ে রামায়ণ-মহাভারতের অন্তর্ভুক্তি নিয়ে কোনও বিতর্ক সৃষ্টি হয় কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.