Advertisement
Advertisement

Breaking News

NCERT

ভারতীয় গণ্ডারের শিং থেকে ওষুধ! পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়ে ফের বিতর্কে NCERT

গণ্ডার সম্পর্কে আরও নানা ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

NCERT Class 4 maths textbook gets rhino facts and photo wrong
Published by: Biswadip Dey
  • Posted:April 29, 2025 2:30 pm
  • Updated:April 29, 2025 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NCERT-র টেক্সট বুক মানেই যেন বিতর্ক! সাম্প্রতিক অতীতে তাদের সিলেবাস নিয়ে নানা কথা শোনা গিয়েছে। এবার চতুর্থ শ্রেণির অঙ্ক বইয়ে গণ্ডার সম্পর্কে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠল। বলা হচ্ছে, বইয়ের ছবিতে ভারতীয় গণ্ডারের দু’টি শিং দেখানো হয়েছে, যা ভুল। পাশাপাশি বলা হয়েছে, গণ্ডারের শিংয়ের ঔষধি মূল্য রয়েছে, এটাও ভুল তথ্য। কী করে স্কুলের পাঠ্যবইয়ে এমন ভুল তথ্য পরিবেশিত হল উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, সংরক্ষণের ফলে বিপণ্ণ প্রজাতি হয়ে পড়া ভারতীয় গণ্ডারদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অসমের কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। সেরাজ্যের কাজিরাঙার উদ্যানে গণ্ডারের সংখ্যা অনেক। আর সেই কারণে অসমের রাজ্য পশুর স্বীকৃতি দেওয়া হয়েছে গণ্ডারকে। কিন্তু এই গণ্ডারের শিং একটিই, দু’টি নয়। তাছাড়া এর শিংয়ের কোনও ঔষধি মূল্যও নেই। অথচ এই ভুয়ো তথ্যে বিশ্বাস করেই চোরাশিকারিরা একসময় গণ্ডার শিকার করত। নতুন করে এমন ভুয়ো তথ্য বইয়ে দিলে তা আদতে চোরাশিকারিদেরই উৎসাহিত করবে।

Advertisement

অসমের বিশিষ্ট সংরক্ষণবাদী বিভাবকুমার তালুকদার বলেছেন, ”একটি ভারতীয় গণ্ডারকে দুটি শিংবিশিষ্ট হিসেবে চিত্রিত করা হয়েছে। এটি একটি অসাবধানতাবশত ভুল বলা যেতে পারে। সম্পাদকদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।”

এছাড়াও গণ্ডারদের সম্পর্কে আরও ভুল তথ্য পাঠ্যবইয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলছেন বিভাব। তাঁর কথায়, ”NCERT পাঠ্যবইয়ে দেখানো হয়েছে গণ্ডারদের বিপণ্ণ করেছে বন্যা এবং চোরাশিকার। কিন্তু ঘটনা হল, বন্যা একটি প্রাকৃতিক ঘটনা। এটা ওই প্রজাতিকে প্রাকৃতিক নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে যায়।” এই দু’টি বিষয়কে এক করে দেখানো হয়েছে, এটা তাঁর মতে ঠিক নয়। পাশাপাশি তাঁর অভিযোগ, ”বইয়ে বলা হয়েছে গণ্ডারের শিং থেকে ওষুধ তৈরি করা যায়। এই ভুল তথ্য গণ্ডারের চোরাশিকারকেই উৎসাহিত করবে। এটাই কিন্তু এতকাল গণ্ডারের চোরাশিকারের পিছনে প্রধান কারণ ছিল।”

এমন তথ্য বইয়ে স্থান পাওয়া ক্ষুব্ধ অসমের পরিচালক জাতীয় পুরস্কার বিজয়ী উৎপল বড়পূজারী। তিনি বলেছেন, ”বলা হচ্ছে গণ্ডারের শিং থেকে ওষুধ তৈরি হয়। এতে ছোট বাচ্চাদের মনে সেই মিথটাই তৈরি হবে, যে কারণে ওই পশুর চোরাশিকার করা হত। বইয়ের সম্পাদকদের কেবল কালো তালিকাভুক্ত করলেই হবে না। ওঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub