প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস বই থেকে মুঘল যুগ সংক্রান্ত যাবতীয় অধ্যায় বাদ দেওয়ার পর এবার কোপ পড়েছে বিজ্ঞান বইয়েও। সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে চার্লস ডারউইনের (Charles Darwin) বিবর্তনবাদের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে প্রতিবাদে শামিল বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞরা। একের পর এক এই ধরনের পদক্ষেপ নিয়ে এহেন বিতর্কের আবহে কেরলের বাম সরকারের হুঁশিয়ারি, এবার তারা নিজেরাই পাঠ্যবই ছাপানো শুরু করবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টির দাবি তেমনই। তাঁর মন্তব্য, কেন্দ্র যদি মুছে দেওয়া অধ্যায় পড়ানোর অনুমতি না দেয় তাহলে তাঁরা এমনই পথে হাঁটবেন।
কোচিতে এক জনসভায় তাঁকে বলতে শোনা যায়, মুঘল যুগ থেকে গুজরাট দাঙ্গার মতো বিষয়কে বাদ দেওয়া অন্যায়। ইতিমধ্যেই কেরল সরকার এই বিষয়ে তাদের তীব্র আপত্তির কথা জানিয়েছে কেন্দ্র ও NCERT’কে। শিবনকুট্টির কথায়, ”কেরল চিরকাল ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে অধ্যায়গুলিকে বাদ দেওয়া হয়েছে সেগুলিও স্কুলে পড়ানো দরকার। এভাবে ইতিহাসকে ঘুরিয়ে দেওয়া যাবে না। আমরা চিন্তাভাবনা করছি কীভাবে সেটা শেখানো হবে। আমরা আলাদা করে টেক্সট বইও ছাপাতে পারি। NCERT যা করেছে আমরা সেটা কোনওভাবেই মেনে নিচ্ছি না। অধিকাংশ শিক্ষকই এর বিরোধিতা করেছেন।”
উল্লেখ্য, সম্প্রতি মুঘল যুগ সংক্রান্ত অধ্যায় বাদ পড়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে। এদিকে রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে গান্ধীহত্যার প্রসঙ্গও। একই ভাবে গুজরাট দাঙ্গা থেকে ডারউইনের বিবর্তনবাদ- বাদ পড়েছে সেগুলিও। এনসিইআরটির এহেন পদক্ষেপ নিয়ে সমালোচনা দেশজুড়ে। ডারউইনের বিবর্তনবাদ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ১৮০০ বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞ। এর মধ্যেই আলাদা টেক্সট বই ছাপানোর হুঁশিয়ারি কেরলের (Kerala)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.