Advertisement
Advertisement

Breaking News

সেনাকে টার্গেট করে পাথর ছোড়ায় সমর্থন ফারুক আবদুল্লাহর

"যারা পাথর ছুড়ছে, তারা নিজের দেশকে রক্ষা করতে এই কাজ করছে।"

NC leader Farooq Abdullah lends support to Kashmiri stone pelters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 5, 2017 11:20 am
  • Updated:December 17, 2019 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ এবার প্রকাশ্যেই সেনাকে লক্ষ্য করে কাশ্মীরি যুবকদের পাথর ছোড়াকে সমর্থন জানালেন। মোদির সরকারের কট্টর বিরোধিতা করার পাশাপাশি পাথর ছোড়ার সমর্থনে তিনি বলেন, “যারা পাথর ছুড়ছে, তারা নিজের দেশকে রক্ষা করতে এই কাজ করছে।”

এদিন কী বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পড়ুন-

Advertisement

১. নরেন্দ্র মোদিকে জানাতে চাই, যারা পাথর ছুড়ছে তাদের সঙ্গে কাশ্মীরের পর্যটনের কোনও সম্পর্ক নেই।

Advertisement

২. যারা পাথর ছুড়ছে, তারা দেশের জন্য লড়ছে। ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সমস্যা মেটাতে না পারলে আমেরিকা এগিয়ে আসুক, মধ্যস্থতা করুক।

৩. এটা পিডিপি ও এনসি-র মধ্যে দ্বন্দ্ব নয়। এটা মৌলবাদের বিরুদ্ধে সহিষ্ণুতাকে রক্ষার লড়াই।

ফারুকের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। লাদাখের সাংসদ টি চেওয়াং বলেছেন, “সেনাবাহিনীর বিরুদ্ধে যারা পাথর ছোড়ে, তারা আর যাই হোক, নিরীহ নয়। সেনার কাজে বাধা দিলে সেটা দেশদ্রোহিতার শামিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ