সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় ৬ মাস কুরসিতে ছিলেন। তাতেই কেল্লা ফতে, তাঁর নেতৃত্বে হরিয়ানায় বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। বৃহস্পতিবার সেই নায়াব সিং সাইনিই দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে শপথ নিলেন সাইনি। সঙ্গে ছিলেন মনোহর লাল খট্টর, অনিল ভিজের মতো রাজ্যের শীর্ষ নেতারাও। সাইনির সঙ্গে শপথ নিলেন ১৩ জন মন্ত্রী।
পঞ্চকুলা স্টেডিয়ামে ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শীর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি প্রমুখ। আরও ছিলেন এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উল্লেখ্য, হরিয়ানার নতুন সরকারের শপথগ্রহণ স্থগিত রাখার দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই আবেদন খারিজ করে।
এদিন সাইনি ছাড়াও শপথ নিলেন অনিল ভিজ, কৃষান লাল পানোয়ার, রাও নরবীর সিং, মহিপাল ঢান্ডা, ভিপুল গোয়েল, অরবিন্দ কুমার শর্মা, শ্রুতি চৌধুরী, শ্যাম সিং রানা, রণবীর সিং গঙ্গা, কৃষান বেদি, আরতি সিং রাও এবং রাজেশ নগর। উল্লেখ্য, মনোহর লাল খট্টর গদি ছাড়ার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন নায়াব সিং সাইনি। এর পর ৫ অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পায় বিজেপি। ৯০ আসনের বিধানসভায় ৪৮ আসন জিতে গেরুয়া শিবির। এক্সিট পোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভরাডুবি হয় কংগ্রেসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.