সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মাত্র ৬ মাস আগে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছিলেন। সামান্য সময় পেয়েই বিপুল সাফল্য এনে দিয়েছেন বিজেপিকে। সেই নায়াব সিং সাইনিই ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর শপথ নিতে পারেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শপথ অনুষ্ঠানে থাকতে পারেন।
এক্সিট পোলে ইঙ্গিত মিলেছিল যে হরিয়ানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস। কিন্তু ফলাফল প্রকাশের পরেই পালটে যায় ছবিটা। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গেরুয়া শিবিরের এই জয়ের কৃতিত্ব সাইনিরই। তাই সম্প্রতি একাধিক রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রিত্ব নিয়ে পরীক্ষানিরীক্ষা করলেও হরিয়ানার ক্ষেত্রে তেমন কিছু হবে না। গেরুয়া শিবিরের অন্দরেই মত ছিল, নায়াব সিং সাইনি মুষড়ে পড়া বিজেপিকে কার্যত একার হাতে তুলে এনেছেন জয়ের সরণিতে।
বিজেপি নায়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল মাস ছয়েক আগে। লোকসভা ভোটের ঠিক আগে আগে। তখন হরিয়ানাজুড়ে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রী ছিলেন মনোহরলাল খাট্টার। তাঁর আমলের ‘অপশাসনে’র জেরে হরিয়ানার জাঠ বেল্টে বেশ চাপে ছিল বিজেপি। ‘পেহেলবান, জওয়ান এবং কিষান’ হরিয়ানার যে তিন মূল স্তম্ভ। তিন স্তম্ভই তখন ক্ষুব্ধ। সেই কঠিন সময়ে হরিয়ানার কুরসিতে বসেছিলেন সাইনি। মাত্র ৬ মাসের মধ্যেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ল, তার অন্যতম কারিগর তিনিই।
বিজেপি সম্প্রতি একাধিক রাজ্যে ভোটের আগে মুখ্যমন্ত্রী হিসাবে কাউকে সামনে রেখে নির্বাচনে যায়নি। কিন্তু হরিয়ানায় কার্যত ঘোষণা করে দেওয়া হয়েছিল ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী হবেন সাইনিই। সেই জল্পনায় সিলমোহর পড়তে পারে আগামী ১৫ অক্টোবর। ওইদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন সাইনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.