সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মধ্যে যে মাওবাদী কার্যকলাপ হচ্ছে আর কাশ্মীর উপত্যকায় যে সন্ত্রাসবাদ চলছে, দুটোর মধ্যে নিবিড় যোগ রয়েছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলির পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে এও বলা হয়েছে, মাওবাদী ও জঙ্গিরা একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে।
[ জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করার অভিযোগ, এনআইএ-র জালে পুলিশ আধিকারিক ]
গোয়েন্দা সূত্রে আরও খবর, মাওবাদী ও জম্মু-কাশ্মীরদের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। কাশ্মীরের বিভিন্ন সূত্র, চিঠি ও জঙ্গি ঘনিষ্ঠ কয়েকটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। গত বছর ভীমাকোরেগাঁও হিংসা থেকে মহারাষ্ট্র পুলিশ যে চিঠিগুলি উদ্ধার করেছিল, সেখানেও এই যোগসূত্রের আভাস রয়েছে। সেখানে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও মাওবাদীদের যোগাযোগের ইঙ্গিত রয়েছে। জানা গিয়েছে, সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য আর্থিক সমর্থনের কথাও।
সূত্রের খবর, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী সংস্থাগুলিকে সরাসরি আর্থিক সাহায্য করে মাওবাদীরা। এর প্রত্যক্ষ প্রমাণ গোযেন্দাদের কাছে রয়েছে। এবছর ১৫ জন মাওবাদীর একটি দল কাশ্মীরে গিয়েছিল। অনন্তনাগ, বদগাঁও, বারামুল্লা, কুপওয়াড়া ও সোপিয়ানে গিয়েছিল মাওবাদীদের ওই দলটি। আদালতে সন্ত্রাসবাদীদের কতগুলো মামলা ঝুলে রয়েছে, তারও হিসাব নেয় তারা। শোনা গিয়েছে, এই মামলাগুলির ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের আইনি সমর্থন দিতে চায় মাওবাদীরা। সেই কারণে এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করেছে তারা। কাশ্মীরে ভারতীয় সেনার কার্যকলাপ ও এনকাউন্টার সম্পর্কেও খবরাখবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
[ অবশেষে নোট বাতিলের রিপোর্ট পেশ, ব্যর্থতাতেই ‘শিলমোহর’ আরবিআইয়ের ]
এটা মাওবাদীদের একটি স্ট্র্যাটেজি বলেই মনে করছেন গোয়েন্দারা। সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলে কেন্দ্রের উপর বড়সড় চাপ তৈরি করতে চায় তারা। সেই জন্যই এই স্ট্র্যাটেজিতেই এগোচ্ছে দুই দল। আন্তর্জাতিক স্তরে যাতে ভারত সরকারকে চাপে ফেলা যায় তার জন্য চেষ্টায় কোনও ফাঁক রাখতে চাইছে না মাওবাদী ও জঙ্গিরা।
[ শিক্ষকের চাপে প্রেমিকার হাত থেকে রাখি, মরণঝাঁপ স্কুল ছাত্রের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.