Advertisement
Advertisement

নওয়াজের বিরুদ্ধে ভাইয়ের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

গোটা ঘটনার বিষয়ে মন্তব্য করার জন্য এখনও পর্যন্ত নওয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

Nawazuddin's sister-in-law filed dowry and harassment case against the actor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 1:50 pm
  • Updated:October 2, 2016 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়ে অত্যন্ত অল্প সময়ে বি-টাউনের পরিচিত নাম হয়ে উঠেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ অনুগামীরা তাঁকে ‘মাটির মানুষ’ হিসেবেই চেনেন৷ আর সেই অভিনেতার বিরুদ্ধেই পণ চাওয়া এবং নির্যাতনের অভিযোগ তুললেন তাঁর ভাইয়ের স্ত্রী৷

মুজাফ্ফরপুরের বুধানা থানায় নওয়াজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আফরিন৷ শুধু নওয়াজই নন, তাঁর ভাই তথা আফরিনের স্বামী মিনাজউদ্দিন এবং অন্য দুই দেওর ফেয়াজউদ্দিন ও মাজউদ্দিন এবং ননদ সাইমার বিরুদ্ধেও শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণ চাওয়ার অভিযোগ এনেছেন আফরিন৷ কিন্তু লিখিতভাবে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ৷ অভিযোগ দায়ের করার জন্য এসপি রাকেশ জলির সঙ্গেও দেখা করেন আফরিন৷ এসপি-কে তিনি জানান, চলতি বছর ৩১ মে নওয়াজের ভাই মিনাজউদ্দিনের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ তারপর থেকেই তাঁর শশুরবাড়ির লোকেরা পণের জন্য তাঁর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি৷

Advertisement

গোটা বিষয়টির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ৷ আফরিনকে জানানো হয়েছে, ঘটনার কোনও সত্যতা পাওয়া গেলেই তাঁর অভিযোগটি নেওয়া হবে৷ মহিলারা যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে এলে পুলিশ সেই কেসটি রেজিস্টার করতে বাধ্য৷ এমন আইন থাকা সত্ত্বেও আফরিনের অভিযোগ কেন নেওয়া হচ্ছে না, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ গোটা ঘটনার বিষয়ে মন্তব্য করার জন্য এখনও পর্যন্ত নওয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement