Advertisement
Advertisement

শিব সেনার আপত্তিতে রামলীলা থেকে বাদ নওয়াজউদ্দিন

তিনি ইসলাম ধর্মাবলম্বী বলেই এই অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হয়েছে৷ যাঁরা আপত্তি তুলেছে তাঁরা শিব সেনার সমর্থক৷

Nawazuddin Siddiqui is Forced Out Of Ramlila Show after Shiv Sena's Agitation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 5:23 pm
  • Updated:October 7, 2016 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামলীলায় অংশ নেওয়া তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল৷ রিহার্সালও করেছিলেন জোরদার৷ কিন্তু শেষমেশ তা আর বাস্তব হল না৷ মুসলিম হওয়ার কারণে রামলীলা থেকে বাদ পড়লেন তিনি৷ জানা যাচ্ছে, শিব সেনার আপত্তিতেই স্বপ্ন পূরণ হল না নওয়াজের৷

উত্তরপ্রদেশের বুধানায় নিজের শহরেই রামলীলায় অংশ নেওয়ার কথা ছিল নওয়াজউদ্দিনের৷ বলিপাড়ার এই তুখোড় অভিনেতাকে দেখার জন্য ভিড়ও জমেছিল৷ কিন্তু শেষমেশ ঘোষণা করা হয়, অনুষ্ঠানে তিনি থাকছেন না৷ জানা যাচ্ছে, স্থানীয় কিছু মানুষের আপত্তিতেই রামলীলা থেকে বাদ পড়তে হয়েছে নওয়াজউদ্দিনকে৷ অভিযোগ, তিনি ইসলাম ধর্মাবলম্বী বলেই এই অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হয়েছে৷ যাঁরা আপত্তি তুলেছে তাঁরা শিব সেনার সমর্থক৷

Advertisement

রামলীলা কমিটির সভাপতি দামোদর প্রসাদ শর্মা ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে জানাচ্ছেন, “কিছু শিব সেনা সমর্থক চাননি যে মুসলিম নওয়াজউদ্দিন রামলীলায় অংশ নেন৷ পুলিশও নওয়াজকে না নেওয়ার কথাই বলে৷ পরে যদি এ নিয়ে কোনও ঝামেলা বাধে, সেই দায়িত্ব কমিটির উপর বর্তাবে বলেও জানায়৷ এরপরই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি৷” শিব সেনার জেলাপ্রধান মুকেশ শর্মা খোলাখুলিই জানাচ্ছেন, “গত ৫০ বছরে কোনও মুসলিম ব্যক্তি রামলীলায় অংশ নেননি৷ এখনই বা তাহলে অনুমতি দেওয়া হবে কেন?” পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হচ্ছে, একেবারে শেষ মুহূর্তে তাদের জানানো হয়েছে বিষয়টি, কেউ আগে অনুমতি নেয়নি৷ নওয়াজউদ্দিন যে অংশ নেবেন সেটাও নাকি হোয়াটসঅ্যাপ, মাধ্যমে জানানো হয়েছিল গ্রামবাসীদের৷

যদিও জানা যাচ্ছে, রামলীলায় বহু মুসলিমই অংশ নেন৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা নেপথ্যে কাজ করেন৷ কিন্তু নওয়াজউদ্দিন যেহেতু অনুষ্ঠানের পুরোভাগে ছিলেন তাই গোলযোগ বাধে৷ ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তাঁর ছোটবেলার স্বপ্নপূরণ হল না৷ তবে তাঁর আশা আগামীদিনে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন তিনি৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement