Advertisement
Advertisement

পাক সেনাকে খুশি করতে অবান্তর মন্তব্য করছেন শরিফ: বিজেপি

সমস্ত মতবিরোধ ভুলে এককাট্টা হওয়ার ডাক...

Nawaz Sharif making statements to please Pak army: BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 5:19 am
  • Updated:November 15, 2019 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা বিচারে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির সাজা ঘোষণা করায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একহাত নিল ভারতীয় জনতা পার্টি৷ কী করে পাক প্রধানমন্ত্রী পাকিস্তানকে ‘শান্তিকামী’ রাষ্ট্র হিসাবে দাবি করতে পারে, এই বিষয়ে জোরাল সওয়াল তুলল বিজেপি৷ বিজেপির অভিযোগ, স্রেফ পাক সেনাকে খুশি করতে নওয়াজ শরিফ এই ধরনের অবান্তর মন্তব্য করছেন৷

[৩৬-২৪-৩৬ মাপের অধিকারী মেয়েরাই সেরা, শেখাচ্ছে পাঠ্যবই]

বৃহস্পতিবার বিজেপি নেতা এস প্রকাশের দাবি, পাক সেনাকে খুশি করতেই এই জাতীয় মন্তব্য করে চলেছেন শরিফ৷ তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, পাক সেনার উপরে তাঁর কার্যত কোনও নিয়ন্ত্রণ নেই৷ তিনি বলেন, “একজন ভারতীয় নৌসেনা অফিসারকে বিনা বিচারে ফাঁসির সাজা শোনাল পাকিস্তান৷ তার উপর আবার তাঁকে সন্ত্রাসবাদী বলেও দাবি করছে৷ আমার বিশ্বাস, ভারত সরকার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে ও কুলভূষণকে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে৷” সংবাদ সংস্থা এএনআইকে এ কথা জানিয়েছেন তিনি৷

Advertisement

এস প্রকাশ আরও জানিয়েছেন, পাঠানকোট হামলার পর সন্দেহভাজন দুই পাকিস্তানিকে আটক করেছিল ভারত৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় পরে তাদের ফিরিয়ে দেওয়া হয় ইসলামাবাদের হাতে৷ এমনকী, ভারতীয় মৎসজীবীরা সম্প্রতি দুই পাক কমান্ডোর প্রাণ বাঁচিয়ে মানবিকতার নজির গড়েছেন৷ অথচ পাকিস্তান এক নিরপরাধ ভারতীয় নাগরিককে বিনা বিচারে ফাঁসি দিচ্ছে৷ একই অভিযোগ করেছেন আর এক বিজেপি নেত্রী শায়না এনসিরও৷ তিনি বলছেন, “আমাদের প্রত্যেককে সমস্ত মতবিরোধ ভুলে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ যে করেই হোক কুলভূষণকে দেশে ফিরিয়ে আনতেই হবে৷” অন্যদিকে, দেশজুড়ে নানা প্রান্তে কুলভূষণ যাদবের মুক্তি কামনায় শুরু হয়েছে যজ্ঞ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement