Advertisement
Advertisement

Breaking News

Gujarat Coast

গুজরাট উপকূলে এবার উদ্ধার সাড়ে তিন কুইন্টাল মাদক! নৌসেনার জালে পাঁচ পাকিস্তানি

এটিই গুজরাট উপকূলে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা।

Navy Seizes 3,300 Kg Of Meth, Charas In Gujarat Coast | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 28, 2024 12:37 pm
  • Updated:February 28, 2024 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুজরাট উপকূল দিয়ে ভারতে মাদক (Drugs) ঢোকানোর চেষ্টা। যদিও মাদকের কারবারিদের ষড়যন্ত্র ব্যর্থ হল নিরাপত্তারক্ষীদের তৎপরতায়। নৌসেনা ও নারকোটিক ব্যুরোর (NCB) যৌথ অভিযানে পোরবন্দরের (Gujarat’s Porbandar) একটি জাহাজ থেকে উদ্ধার হয়েছে ৩৩০০ কিলোগ্রাম মাদক। যার বাজার মূল্য ২ হাজার কোটি টাকা বলে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পাঁচ পাকিস্তানি নাগরিককে।

নারকোটিক ব্যুরো সূত্রে জানা গিয়েছে, গুজরাট উপকূলে বাজেয়াপ্ত মাদকের মধ্যে রয়েছে ৩০৮৯ চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন (১৮৯৩ সালে আবিষ্কৃত হয় এই মাদক। লেভো মেথামফেটামিন ও ডেকস্ট্রো মেথামফেটামিনের সংমিশ্রণ স্থূলত কমাতে, উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসায় কাজে লাগানো হত। সেই ওষুধই বর্তমানে দামি মাদকে পরিণত হয়েছে) এবং ২৫ কেজি মরফিন। গোয়েন্দা সূত্রে খবর ছিল, মাদকের বিরাট লেনদেন হতে পারে পোরবন্দরে। সেই মতোই নজর রাখা হচ্ছিল জাহাজঘাটায়। এর পরেই দেখা যায় সন্দেহজনক জাহাজটিকে। যাতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে মাদকের ভাণ্ডার।

Advertisement

 

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]

নারকোটিক ব্যুরোর তদন্তকারীরা জানিয়েছেন, জাহাজটি পাকিস্তান থেকে এসেছিল। তাঁরা আরও জানান,  গুজরাট উপকূলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মাদক উদ্ধারের ঘটনা এটিই। গ্রেপ্তার করা পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছরের মার্চে ইরান থেকে আসা একটি জাহাজকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই জাহাজ থেকে ৪২৫ কোটির মাদক উদ্ধার হয়েছিল।

 

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement