উদ্ধার হওয়া মাদক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌসেনার অভিযানে এবার আরব সাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি আরব সাগরে অভিযান চালায় ভারতীয় নৌসেনা। সেই অভিযানে শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে অন্তত ৫০০ কেজি ক্রিস্টাল মেথ বাজেয়াপ্ত হয়েছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ও ২৫ নভেম্বর উদ্ধার হয়েছে এইক বিপুল মাদক।
শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া তথ্যের ভিত্তিতে আরব সাগরে অভিযানে নামে নৌসেনার দুটি বিমান। তখনই মাঝসমুদ্রে সন্দেহজনক দুটি নৌকা নজরে পড়ে পাইলটের। সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনার জাহাজ। সন্দেহভাজন ওই নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ’ মাদক। যার বাজারমূল্য কয়েকশো কোটি টাকা। মাদক পাচারকারী ওই দুই ট্রলার, মাদক-সহ অভিযুক্তদের শ্রীলঙ্কার নৌসেনার হাতে তুলে দিয়েছে ভারত।
Narcotics Seizure – Combined Operation b/n #IndianNavy & @srilanka_navy.
Based on information received from #SrilankaNavy regarding probable narcotics smuggling by Sri Lankan flagged fishing vessels, the @indiannavy swiftly responded through a coordinated operation to localise &… pic.twitter.com/dkpzNQonTF
— SpokespersonNavy (@indiannavy) November 29, 2024
উল্লেখ্য, জলপথে এভাবে মাদক পাচারের চেষ্টা অবশ্য প্রথমবার নয়। এই ধরনের পাচারে মূলত জলপথকেই ব্যবহার করে পাচারকারীরা। বঙ্গোপসাগর এবং আরব সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যে নৌকা বা জাহাজ নামে, সেগুলিকে ব্যবহার করে চলে মাদক পাচার চক্র। গত ২৩ নভেম্বর আন্দামানে প্রায় ৬ হাজার কোটি মাদক বাজেয়াপ্ত করে উপকূলরক্ষীবাহিনী। পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে বারেন দ্বীপের কাছে মৎস্যজীবীদের ট্রলারে তল্লাশি অভিযান চালিয়ে দুই কেজি করে ওজনের ৩ হাজার প্যাকেট ‘মেথাফেটামাইন’ মাদক বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে এর বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.