Advertisement
Advertisement

Breaking News

চিরতরে অস্তাচলে আইএনএস বিরাট

বিশ্বের সবচেয়ে পুরনো বিমানবাহী রণতরী আইএনএস বিরাট৷

Navy says goodbye to world's oldest aircraft carrier
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 5:24 pm
  • Updated:January 14, 2020 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবাহী রণতরী আইএনএস বিরাটকে পাকাপাকিভাবে ছুটি দিল ভারতীয় নৌবাহিনী। প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় জলপথকে নিশ্ছিদ্র করে রাখার পর এদিন কোচিতে চিরতরে অস্তাচলে পাঠানো হল আইএনএস বিরাটকে৷

এয়ারক্রাফট কেরিয়ারটিকে বিদায় জানাতে এদিন সকালে কোচিন পোর্ট ট্রাস্টে সাউদার্ন ন্যাভাল কম্যান্ড, চিফ অফ স্টাফ, অ্যাডমিরাল-সহ নৌবাহিনীর অন্যান্য আধিকারিকরা উপস্থিতি ছিলেন৷ প্রায় ৫৫ বছর ধরে নৌবাহিনীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল আইএনএস বিরাট৷ আইএনএস বিরাটকে ব্রিটেনের কাছ থেকে কিনেছিল ভারত৷ ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে তার সম্পর্ক প্রায় ২৭ বছরের৷ মেয়াদ-উত্তীর্ণ আইএনএস বিরাটকে অন্ধ্রপ্রদেশ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অন্ধ্র সরকারের পরিকল্পনা, অবসর নেওয়া বিশ্বের সবচেয়ে পুরনো এয়ারক্রাফট কেরিয়ারকে ভাইজ্যাগে পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement