Advertisement
Advertisement

Breaking News

রেললাইন না সমুদ্র! মুম্বইয়ের স্টেশনে নৌকায় চেপে যাত্রীদের উদ্ধার নৌসেনার

নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে আটকে পড়ে একটি লোকাল ট্রেন৷

Navy launches rescue ops in flooded Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 6:18 pm
  • Updated:July 11, 2018 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিকের থেকে প্রায় অনেক বেশি বৃষ্টি৷ বাণিজ্যনগরী মুম্বইকে বানভাসি বললেও বোধহয় কম বলা হবে৷ জলের তলায় চলে গিয়েছে আস্ত শহরটাই৷ চারিদিকে শুধু জল আর জল৷ কোনটা রেললাইন, কোনটা বসতি এলাকা, বোঝার উপায় নেই৷ বুধবার শহরতলির নালাসোপারা ও ভাসাই স্টেশনে মাঝে নৌকা নামিয়ে উদ্ধার কাজ চালাল নৌসেনা৷

[‘মরণাপন্ন’ টাটা ন্যানো, দশ বছরেই নাভিশ্বাস উঠেছে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ির!]

Advertisement

তুমুল বৃষ্টির পর কেটে গিয়েছে গোটা একটা দিন৷ কিন্তু, মুম্বই যেমন ছিল তেমনই আছে৷ পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি৷ বুধবার সকালে শহরের নিচু কোথা হাঁটু সমান তো কোথাও আবার কোমর ছুঁই ছুঁই জল৷ মুম্বই শহরের লাইফলাইন লোকাল ট্রেন৷ কিন্তু বৃষ্টিতে যে ভেসে গিয়েছে রেললাইনও! তাই কাজের দিনে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে৷ জল ঠেঙিয়ে কোনওমতে যদিবা স্টেশনে পৌঁছতে পেরেছেন নিত্যযাত্রীরা৷ ট্রেনের জন্য দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ এদিকে আবার আগামী এক সপ্তাহ পরিস্থিতির বিশেষ হেরফের হবে না জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

প্রবল বৃষ্টিতে সবচেয়ে খারাপ অবস্থা মুম্বই শহরতলির নালাসোপারা এলাকার৷ সেখানকার বহু জায়গায় এখনও পুরোপুরি জলের তলায়৷ কিন্তু, ঘটনা হল বানভাসি মুম্বইয়ে বুধবার চলেছে লোকাল ট্রেন৷ যদিও সংখ্যা তো বটেই, লোকাল ট্রেনের গতিও ছিল অনেক কম৷ তাতেও বিপর্যয় এড়ানো গেল না৷ বুধবার সকালে নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে আটকে পড়ে এক লোকাল ট্রেন৷ ট্রেনটি শহরতলি থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল৷ যাত্রী ছিল প্রায় হাজার খানেক৷ কিন্তু, নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে রেললাইন তো প্রায় সমুদ্রের চেহারা নিয়েছে! ফলে কোনওভাবেই আর ট্রেনটি এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না৷ শেষপর্যন্ত যাত্রীদের উদ্ধার করতে আসরে নামতে হয় নৌবাহিনীকে৷ রীতিমতো নৌকা নিয়ে চলে উদ্ধারকাজ৷ একে একে উদ্ধার করা হয় যাত্রীদের৷ তবে শুধু লোকাল ট্রেনই নয়, মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন৷ ট্রেন বন্ধ থাকায় অফিস-স্কুল কিংবা কলেজে যেতে পারেননি শহরতলির বাসিন্দারা৷

[বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement