Advertisement
Advertisement
Navjot Singh Sidhu

সিধুকে দলে রাখতে মরিয়া Congress! দেওয়া হতে পারে প্রদেশ সভাপতির পদ

পাঞ্জাবের রাজনীতিতে চমকপ্রদ উত্থান হতে পারে প্রাক্তন ক্রিকেটারের।

Navjot Singh Sidhu may share the job of party chief in Punjab | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2021 12:14 pm
  • Updated:July 2, 2021 12:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাব কংগ্রেসের অন্তর্কলহ মেটাতে বড় দায়িত্ব দেওয়া হতে পারে নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu)। সূত্রের খবর, তাঁকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিতে পারে হাইকম্যান্ড। তবে তিনি একা নন, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শিবিরের কোনও নেতার সঙ্গে যৌথভাবে দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি, গোষ্ঠী রাজনীতির সমীকরণের জেরেই রদবদল হতে পারে পাঞ্জাব মন্ত্রিসভাতেও।

Congress হাইকমান্ড অবশ্য এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত জানাবেন রাহুল গান্ধী। পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, “নভজ্যত সিং সিধুর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও রাহুল গান্ধীর বৈঠক একটি ভাল লক্ষণ। এটা সমস্যা সমাধানে সহায়ক হবে। আমার মনে হয় দ্রুতই সমাধান সামনে আসবে।” কংগ্রেস সূত্রে খবর, পাঞ্জাবের সমস্যা নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দুই সন্তানের মধ্যেও খানিকটা মতপার্থক্য তৈরি হয়েছে। আবার পাঞ্জাব কংগ্রেসের একাংশ মনে করছে, সিধুকে দায়িত্ব দেওয়া সমস্যা সমাধানের সেরা উপায় নয়। বরং সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amrinder Singh) সঙ্গে তাঁর শীতল সম্পর্কও সুবিদিত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বদলে রাজি নন রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি সিধুর সঙ্গে বৈঠক করতেও রাজি হননি। পরে বুধবার প্রিয়াঙ্কার হস্তক্ষেপের পর তিনি সিধুর সঙ্গে বৈঠক করেন। তার আগে অবশ্য প্রিয়াঙ্কা নিজে প্রায় দু’ঘণ্টা সিধুর সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি মা সোনিয়া এবং দাদা রাহুলের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

[আরও পড়ুন: গ্যাসের পর ফের ধাক্কা জ্বালানি তেলে, প্রথমবার কলকাতায় ৯৯ টাকা পেরোল Petrol]

প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখরের গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের গোষ্ঠীর বিবাদ ঘিরে বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election) আগে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত পাঞ্জাব কংগ্রেসের কোন্দল ঠেকাতে বিধানসভা নির্বাচনের আগে কী পদক্ষেপ করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে সিধু যদি প্রদেশ সভাপতির পদ পান তাহলে প্রদেশ রাজনীতিতে তাঁর উত্থান যে চমকপ্রদ হবে, সেটা বোলার অপেক্ষা রাখে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement