Advertisement
Advertisement
Naveen Patnaik Modi

‘বিরোধী জোটে নেই, একাই লড়ব’, মোদির সঙ্গে সাক্ষাতের পর জানালেন নবীন পট্টনায়ক

সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছেন নবীন।

Naveen Patnaik says his party will not align with any alliance, after meeting PM Modi | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 11, 2023 8:50 pm
  • Updated:May 11, 2023 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি (BJP) বিরোধী জোটে যোগ দেবে না বিজেডি, সাফ জানিয়ে দিলেন দলের প্রধান নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, কোনও জোটের সঙ্গী হবে না তাঁর দল। বরাবরের মতো এককভাবেই চলতে চায় বিজেডি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে ওড়িশার ক্ষমতাসীন দলটি।

বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নবীন পট্টনায়ক। যদিও এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নতির স্বার্থেই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ২৫ মিনিট কথা হয় দু’জনের মধ্যে। জাতীয় সড়ক, বিমানবন্দর তৈরির পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একাধিক ক্ষেত্রের নানা সমস্যার কথা তুলে ধরেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: মরণ বাঁচন ম্যাচের আগে রিঙ্কুকে ফোন রজনীকান্তের, কী বললেন থালাইভা?]

এই আলোচনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন নবীন পট্টনায়ক। সেখানেই প্রশ্ন করা হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি বিজেপি বিরোধী জোটে যোগ দেবে বিজেডি? উত্তরে পট্টনায়ক সাফ জানিয়ে দেন, “বিজেডি বরাবর একাই লড়াই করেছে। আগামী দিনেও একই পথে হাঁটবে।” প্রসঙ্গত, গত কয়েকদিনে নীতীশ কুমার (Nitish Kumar), মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতো প্রবল বিজেপি বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছেন পট্টনায়ক। ফলে ওয়াকিবহাল মহলে প্রশ্ন ছিল, তাহলে কি বিজেপি বিরোধী শিবিরে নাম লেখাবে বিজেডি?

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজেপির এনডিএ জোটের সঙ্গী ছিল বিজেডি। তবে ২০০৮ সালে জোট ছেড়ে বেরিয়ে আসেন নবীন পট্টনায়ক। তারপর থেকে অবশ্য বিজেপির প্রতি সমর্থন করে গিয়েছেন তিনি। বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করলেও বিজেপি বিরোধী জোটে নাম লেখাবেন না বলেই সাফ জানালেন পট্টনায়ক। তৃতীয় ফ্রন্টের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: দুর্ঘটনা নাকি খুন? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে স্কুলছাত্রের রহস্যমৃত্যুতে বর্ধমানে চাঞ্চল্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement