Advertisement
Advertisement

দেশে ফিরেছেন বীর, টুইটে অভিনন্দনের জোয়ার সেলেবদের

শুক্রবার রাতে ভারতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷

Nations greets IAF pilot Abhinandan
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2019 11:59 am
  • Updated:March 2, 2019 12:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৫৮ ঘণ্টা পর বীর ছেলে দেশে ফিরেছেন৷ দীর্ঘ টানাপোড়েনের পর রাত ন’টা পনেরো মিনিট নাগাদ ওয়াঘা দিয়ে ভারতে পা রাখেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ তাঁর সাহসিকতায় গর্বিত গোটা দেশ৷ আপাতত টুইটে অভিনন্দনের জোয়ারে ভাসছেন বর্তমান৷

গত বুধবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক বায়ুসেনার যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমানা টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ এরপরই আটক পাইলটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কালো মেঘ ছেয়ে যায় দেশবাসীর মনে৷ অভিনন্দনকে নিঃশর্ত মুক্তির জন্য পাকিস্তানের উপর চাপ তৈরি করতে থাকে ভারত৷ অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করে পাকিস্তান৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার মুক্তি দেয় ইসলামাবাদ। সরকারিভাবে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়৷

Advertisement

[দেশে ফিরেই অগ্নিপরীক্ষার মুখে অভিনন্দন]

ঘরের ছেলে ফিরে আসার পর টুইটে অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘স্বাগত উইং কমান্ডার অভিনন্দন। তোমার সাহসের জন্য গোটা দেশ গর্বিত। আমাদের বাহিনী ১৩০ কোটি ভারতীয়র জন্য অনুপ্রেরণা। বন্দে মাতরম!’’

বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজনীতিকদের পাশাপাশি বলিউড তারকারাও অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়েছেন৷ কিং খান টুইটে লেখেন, ‘‘দেশে ফিরে আসার মতো সুখবর আর কিছু হতে পারে না৷ আপনার সাহসিকতা আমাদের দৃঢ় করবে৷’’

শাহরুখের মতো অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন রণবীর সিং৷


আপাতত ‘ছপক’ ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন৷ এই ব্যস্ততার মাঝে অভিনন্দনকে স্বাগত জানাতে ইনস্টাগ্রামে জাতীয় পতাকার ছবি শেয়ার করেছেন রণবীর ঘরনি৷ সঙ্গে লিখেছেন,‘‘জয় হিন্দ’’৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🇮🇳 जय हिन्द 🇮🇳

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ‘হিরো’ বলে টুইটে উল্লেখ করেছেন অনুষ্কা শর্মা৷


স্ত্রী-র মতোই বীর পাইলটকে স্বাগত জানিয়েছেন বিরাট কোহলিও৷

ঘরের ছেলে অভিনন্দন বর্তমানের জন্য গোটা দেশ গর্বিত, টুইটে একথা লিখেই উইং কমান্ডারকে স্বাগত জানিয়েছেন অর্জুন কাপুর৷


অভিনন্দনকে স্বাগত জানাতে ভোলেননি পরিচালক করণ জোহর৷ টুইটে  তিনি লেখেন, ‘‘আপনার সাহসিকতা এবং মানসিকতাকে কুর্নিশ৷’’

টুইটে অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়েছেন মাস্টার ব্লাস্টার৷ বীর পাইলটকে হিরো বলে উল্লেখ করে তিনি লেখেন, ‘‘চারটি বর্ণে হিরো সীমাবদ্ধ নন৷ অদম্য সাহসিকতাই একজন মানুষকে হিরো করে তোলে৷ আমাদের হিরো শিখিয়েছেন কীভাবে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হয়৷’’

বিসিসিআই-র তরফেও অভিনন্দনকে টুইটে স্বাগত জানানো হয়৷ লেখা হয়, ‘‘আপনি আকাশ এবং হৃদয় জয় করেছেন৷ আপনার সাহস আগামী প্রজন্মকে উদ্দীপনা জোগাবে৷’’ 

অভিনন্দন বর্তমান দেশে ফিরে এসেছেন ঠিকই৷ তবে এখনই সেনানি-জীবনে ফিরতে পারবেন না উইং কমান্ডার৷ আপাতত বেশ কয়েকদিন দফায় দফায় শারীরিক এবং মানসিক পরীক্ষা করা হবে তাঁর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement