সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে মিশে যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange) ও বম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay Stock Exchange)। দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী সংস্থার ইউনিট এবার একই সঙ্গে মিলে যাবে। সূত্রের খবর, একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে দুই সংস্থার একত্রিত হয়ে যাওয়ার বিষয়টি। চলতি মাসের শুরুতেই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাতে চলেছে দুই সংস্থা। তবে দুই সংস্থার শীর্ষকর্তারা ইতিমধ্যেই একত্রিত করার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে ফেলেছেন।
ভারতীয় স্টক এক্সচেঞ্জের দুনিয়ায় বরাবর বিরোধী হিসাবেই দেখা হয়েছে এই দুই সংস্থা। তবে এবার গুজরাটের ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে একসঙ্গেই ব্যবসায় নামবে দুই সংস্থা। ওয়াকিবহাল মহলের মতে, দুই চির প্রতিদ্বন্দ্বী সংস্থা এইভাবে একসঙ্গে মিলে ব্যবসার লড়াইয়ে নামবে সেটা কেউই আশা করেনি। সম্ভবত সরকারি অনুরোধেই দুই সংস্থা একসঙ্গে মিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই অনুমান।
কেন আচমকা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা? এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিক কালে বাজারে সেভাবে দাপট দেখাতে পারছে না দুই সংস্থা। বর্তমান পরিস্থিতি বিচার করে দেখতে গেলে বেশি সংখ্যক স্টক এক্সচেঞ্জ চালানো বাজারের পক্ষে ক্ষতিকারক। সেই জন্যই দু’টি শক্তিশালী সংস্থাকে একত্রিত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই একত্রিত হয়ে যাওয়ার খবর শোনা গেলেও সরকারি ঘোষণা হয়নি এখনও। তবে দুই সংস্থা একসঙ্গে কাজ করার ক্ষেত্রে সিলমোহর দিয়েছেন সংস্থার শীর্ষকর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.