Advertisement
Advertisement
Election Commission

বড় অঙ্কের অনুদানে বিরোধীদের টেক্কা বিজেপির, ধারেকাছে নেই কংগ্রেস-তৃণমূল

শিল্পপতিরা এখনও মজে বিজেপিতেই।

National Parties Get Rs 778.73 Crore in Donations in 2021-22, says Election Commission | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 30, 2022 6:45 pm
  • Updated:November 30, 2022 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় অঙ্কের রাজনৈতিক চাঁদা আদায়ে ফের বিরোধীদের দশ গোল দিল বিজেপি (BJP)। ২০২১-২১ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি যে বড় অঙ্কে অনুদান পেয়েছে, তার মধ্যে সিংহভাগই গিয়েছে বিজেপির দখলে। ধারেকাছে নেই কংগ্রেস, তৃণমূল-সহ অন্য দলগুলি।

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য বলছে, দেশের সাতটি জাতীয় রাজনৈতিক দল বড় চাঁদা বাবদ ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে ৭৭৮ কোটি ৩৩ লক্ষ টাকা তুলেছে। এর মধ্যে একা বিজেপির খাতাতেই ঢুকেছে ৬১৪ কোটি ৫২ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। যদিও বিজেপির তুলনায় হাত শিবিরের সংগ্রহ কার্যত নগণ্য। বড় চাঁদা বাবদ এই এক বছরে কংগ্রেসের কোষাগারে ঢুকেছে মাত্র ৯৫ কোটি টাকা। এনসিপির (NCP) কোষাগারে ২০ হাজারের বেশি চাঁদা বাবদ গিয়েছে ৫৭ কোটি ৯০ লক্ষ, সিপিএম পেয়েছে ১০ কোটি ৫ লক্ষ। আর তৃণমূল পেয়েছে মাত্র ৪৩ লক্ষ। অন্য দলগুলির মধ্যে বিএসপির দাবি, তাদের কোষাগারে ২০ হাজার টাকার বেশি অনুদান কেউ দেয়নি।

Advertisement

[আরও পড়ুন: স্কুলের মধ্যেই অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার পড়ুয়াদের

২০২১-২২ অর্থবর্ষে বিজেপি অনুদান পেয়েছে ৪ হাজার ৯৫৭ জনের কাছে। আর কংগ্রেস অনুদান পেয়েছে ১ হাজার ২৫৭ জনের কাছে। সেখানে তৃণমূল (TMC) অনুদান পেয়েছে মাত্র ৭ জনের কাছে। একেকজন গড়ে বিজেপিকে অনুদান দিয়েছেন ১২ লক্ষ ৩৯ হাজার টাকা করে। কংগ্রেসকে একেক জন গড়ে অনুদান দিয়েছেন ৭ লক্ষ ৫৯ হাজার টাকা করে। সেখানে তৃণমূল মাথাপিছু গড়ে অনুদান পেয়েছে ৬ লক্ষ ১৪ হাজার টাকা করে।

[আরও পড়ুন: স্থায়ী চাকরি অলীক গুজরাটের শিল্পাঞ্চলে, শ্রমিক সংগঠনও নিষিদ্ধ মোদি-গড়ে!

আসলে ২০ হাজার টাকার বড় অঙ্কের চাঁদা রাজনৈতিক দলগুলিকে মূলত দিয়ে থাকেন শিল্পপতিরা। যে দলের প্রতি শিল্পপতিরা বেশি সন্তুষ্ট সেই দলের খাতায় এই বড় চাঁদার অঙ্কটাও বেশি থাকে। সুতরাং, কমিশনের দেওয়া পরিসংখ্যানই বলে দিচ্ছে দেশের বেশিরভাগ বড় শিল্পপতি বিজেপিকেই চাইছেন। বিরোধীরা বারবার বলে থাকেন, বিজেপির এই সরকার স্যুট-বুটের সরকার, শিল্পপতিদের সরকার। কমিশনের এই তথ্য ঘুরিয়ে বিরোধীদের সেই অভিযোগকেই মান্যতা দেয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement