Advertisement
Advertisement
J&K Assembly polls

কাশ্মীরে আবদুল্লাদের হাত ধরছেন রাহুল! প্রায় চূড়ান্ত কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোট

এখন প্রশ্ন হল, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট করলে মেহবুবা মুফতির পিডিপির কী হবে?

National Conference, Congress may join hands for J&K Assembly polls
Published by: Subhajit Mandal
  • Posted:August 22, 2024 2:49 pm
  • Updated:September 16, 2024 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক টালবাহানার পর কাশ্মীরে বিজেপিকে রুখতে এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নিল কংগ্রেস এবং ন্যশনাল কনফারেন্সে। সূত্রের খবর, দুই শিবির আসন সমঝোতা করে ভোটে লড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনকী, আসন সমঝোতার প্রাথমিক সূত্র নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে, সিপিএমও এই জোটের অংশ হিসাবে যোগ দেবে। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা সে কথা জানিয়েও দিয়েছেন। 

নয়া কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন নির্বাচনে কংগ্রেসের একা লড়া উচিত, না কি ‘গুপকার’ সঙ্গীদের সঙ্গে জোট বেঁধে, কর্মী-সমর্থকদের থেকে সরাসরি এর উত্তর খুঁজতে দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর, বুধবার রাতেই ন্যাশনাল কনফারেন্স নেতাদের সঙ্গে একপ্রস্ত কথা হয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। সেখানেই তাঁরা একসঙ্গে লড়ার ব্যাপারে সহমত হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! সাইকেলে জড়াল বিদ্যুতের খোলা তার, স্কুল থেকে ফেরার পথে মৃত্যু পড়ুয়ার]

আসন সমঝোতার প্রাথমিক সূত্র বলছে, কংগ্রেস কাশ্মীর উপত্যকায় ১২টি আসনে লড়তে চায়। বদলে ন্যাশনাল কনফারেন্সের জন্য জম্মুতে ১২ আসন ছাড়তে রাজি হাত শিবির। আসলে কাশ্মীরের দুই অংশে দুই দল শক্তিশালী। কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ঘাঁটি, তুলনায় দুর্বল কংগ্রেস। আবার জম্মুতে শক্তিশালী হাত শিবির। তুলনায় দুর্বল ন্যাশনাল কনফারেন্স। দুই শিবির একসঙ্গে লড়লে বিজেপি তথা এনডিএ কড়া টক্কর দেওয়া যাবে।

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে হুলস্থুল]

অতীতে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আসন সমঝোতা করে নির্বাচনে গিয়েছে। তাতে সাফল্যও এসেছে। আবার আলাদা আলাদা লড়ার পর একসঙ্গে সরকার গড়েছে দুই শিবির। এখন প্রশ্ন হল, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট করলে মেহবুবা মুফতির পিডিপির কী হবে? তারা কি আলাদাভাবে লড়বে নাকি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের তত্ব দেওয়া হবে?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement