সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে কাটল জোটের জট। শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হল। সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণার সময়সীমা শেষের মুখে ফারুখ এবং ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এবং সলমন খুরশিদ। শেষ পর্যন্ত সেই বৈঠকে চিড়ে ভিজল। কয়টি করে আসনে লড়ছে দুই দল?
#WATCH | On seat sharing between Congress and National Conference for Jammu & Kashmir Assembly elections, the state Congress chief, Tariq Hameed Karra says, “…National Conference will contest on 51 seats, Congress on 32 and we have agreed to have a friendly but disciplined… pic.twitter.com/mopbnTsArS
— ANI (@ANI) August 26, 2024
ভূস্বর্গের ৯০ আসনের বিধানসভায় ৫১ আসনে লড়বে ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে কংগ্রেস প্রার্থী দেবে ৩২টি আসনে। পরে তারিখ আহমেদ কাররা জানান, আরও দু’টি আসন ছাড়া হবে সিপিএম এবং প্যানথার পার্টির জন্য। যদিও পাঁচটি আসনে ‘বন্ধুত্বপূর্ণ তথা শৃঙ্খলা পরায়ণ লড়াই’ হবে বলে জানিয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম দুই দল।
উল্লেখ্য, কাশ্মীরের দুই অংশে দুই দল শক্তিশালী। কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ঘাঁটি, তুলনায় দুর্বল কংগ্রেস। আবার জম্মুতে শক্তিশালী হাত শিবির। তুলনায় দুর্বল ন্যাশনাল কনফারেন্স। অতীতে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আসন সমঝোতা করে নির্বাচনে গিয়েছে। তাতে সাফল্যও এসেছে। আবার আলাদা আলাদা লড়ার পর একসঙ্গে সরকার গড়েছে দুই শিবির। এবারও ভালো ফলের দিকে তাকিয়ে দুই দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.