Advertisement
Advertisement
Rekha Patra

রেখা পাত্রকে ‘কটূক্তি’ ফিরহাদের, পুলিশের ভূ্মিকা নিয়ে রিপোর্ট তলব তফসিলি কমিশনের

৭ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

National commission for schedule caste Seeks report over Rekha Patra Issue
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 11, 2024 8:14 pm
  • Updated:November 11, 2024 8:49 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছিল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দুঃখপ্রকাশ করে মন্তব্যের আসল অর্থও ব্যাখ্যা করেছেন মন্ত্রী। এই ঘটনায় কী পদক্ষেপ করেছে বসিরহাট পুলিশ? জানতে পুলিশ সুপারকে নোটিস দিল তফসিলি কমিশন।

ঘটনার সূত্রপাত গত বুধবার। ওইদিন হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। বিরোধীদের উদ্দেশে চাঁচাছোলা ভাষায় তিনি বক্তব্য রাখেন। বলেন, ‘‘নারী নির্যাতন নিয়ে সারা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি। সন্দেশখালির নারীদের অসম্মান করেছে বিজেপি। সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক‍্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক‍্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানে অপবিত্র। তাই তার বিয়ে ভেঙে যায়। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরো মাল।”

Advertisement

বক্তব্যের এই শেষাংশ নিয়েই আপত্তি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিনি জাতীয় মহিলা কমিশন ও প্রধানমন্ত্রীর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে অনর্থক বিতর্ক উঠতেই ক্ষমা চেয়ে নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার বসিরহাট পুলিশের ভূমিকা জানতে চাইল তফসিলি কমিশন। আগামী ৭ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement