Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

জাতীয় সংগীত অবমাননা মামলা: বম্বে হাই কোর্টে খারিজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন

গত বছর মুম্বই সফরের সময় তাঁর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা হয়।

National Anthem Case: Bombay High Court refuses to grant relief to Bengal CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 29, 2023 3:05 pm
  • Updated:March 29, 2023 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে মুম্বই সফরের সময় জাতীয় সংগীতের (National Anthem) অবমাননা করেছেন। এই অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক সমাজকর্মী। মুখ্যমন্ত্রীর আবেদন ছিল, তা খারিজ করে দেওয়া হোক। কিন্তু বুধবার বম্বে হাই কোর্ট (Bombay HC) তাঁর সেই আবেদনই খারিজ করে দিলেন। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা চলবে।

গত বছর মুম্বই (Mumbai) সফর চলাকালীন এক অনুষ্ঠানে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, জাতীয় সংগীত শুরুর সময় তিনি বসেছিলেন। পরে উঠে দাঁড়ালেও কোনওক্রমে জাতীয় সংগীত গেয়ে চলে যান সেখান থেকে। এই মর্মে মামলা দায়ের করেন বিবেকানন্দ গুপ্তা নামে এক সমাজকর্মী। দেশের সম্মানহানি প্রতিরোধী আইনের (Prevention of Insults to National Honour Act) নির্দিষ্ট ধারায় মামলা হয়। তাঁর মামলার ভিত্তিতে নিম্ন আদালত মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছিল। তিনি তা পুনর্বিবেচনার জন্য তা ফেরত পাঠিয়ে দেন। নিম্ন আদালতের বিশেষ বিচারক আরএন রোকাড়ে চলতি বছরের জানুয়ারি মাসে ফের সমন পাঠান।

Advertisement

[আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাক বংশোদ্ভূত হামজা ইউসুফ, আজই নেবেন শপথ]

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর আবেদন ছিল, ওই মামলা খারিজ করে দেওয়া হোক। কিন্তু বম্বে হাই কোর্টের বিচারপতি অমিত বোরকর বুধবার তাঁর সেই আবেদন খারিজ করে দেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা চলবে।

[আরও পড়ুন: বলিউড ছবি নয় ‘RRR’, বিদেশি সঞ্চালককে শোধরাতে গিয়ে প্রিয়াঙ্কাই করে বসলেন বড় ভুল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement