Advertisement
Advertisement

Breaking News

জালিয়ানওয়ালাবাগ

জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের শতবর্ষে শ্রদ্ধা জানিয়েও ক্ষমা চাইল না ব্রিটেন

শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের।

Nation pays tribute to 100 years of the horrific Jallianwala Bagh massacre
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2019 5:14 pm
  • Updated:April 13, 2019 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ ভারতের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। সেকথা মেনে নিয়েও সরকারিভাবে ক্ষমা চাইল না ব্রিটেন। শনিবার ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত ডমিনিক আস্কিথ জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যান। মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, “একশো বছর আগের সেই গণহত্যার জন্য ব্রিটেন আজও লজ্জিত। ১০০ বছর আগে যে ঘটনা ঘটেছিল তা ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাসে লজ্জাজনক দাগ।” এদিন জালিয়ানওয়ালাবাগ ঘুরে দেখলেও, সরকারিভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাননি ব্রিটেনের রাষ্ট্রদূত। তিনি কাজ সেরেছেন, শ্রদ্ধাজ্ঞাপন করেই।

[আরও পড়ুন: ‘ফিরে এসো’, অভিমানে ঘরছাড়া ছেলেকে কাতরস্বরে ডাক পাঠালেন রাবড়ি]

এর আগে ব্রিটেনের হাউস অব কমনস-এ এই একই কথা বলেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি বলেন, “ওই ঘটনা ব্রিটিশ ভারতের ইতিহাসে বেদনার উদাহরণ ওই হত্যাকাণ্ড এবং তার ফলের জন্য আমরা গভীর ভাবে দুঃখিত।” কিন্তু এত কিছু বলার পরও সরকারিভাবে ভারতের কাছে ক্ষমা চাওয়া হল না কেন? এ প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত। তিনি বরং প্রসঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি বলেন, “আমি জানি আপনাদের কাছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এভাবে আমার এখানে আসার উদ্দেশ্যটাকে ব্যর্থ করে দেবেন না।” এদিন জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। সেখানে গিয়ে একশো বছর আগের সেই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি। পরে টুইটারে শহিদদের শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শুক্রবার সন্ধেয় একটি মোমবাতি মিছিলে অংশ নিয়েছিলেন। তিনিও, এই ঘটনায় শহিদদের স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শহিদদের স্মরণ করেছেন। জালিয়ানওয়ালাবাগের শহিদদের স্মরণ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

Advertisement

[আরও পড়ুন: ‘ভোট না দিলে চাকরিও দেব না’, মানেকা গান্ধীর মন্তব্যে চরম বিতর্ক]

১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের একটি প্রতিবাদ সভায় নির্বিচারে গুলি চালান জেনারেল ডায়ার। ব্রিটিশ সরকারের হিসেব অনুযায়ীই সেই ঘটনায় প্রাণ হিয়েছিল সাড়ে তিনশোর বেশি মানুষের। আহত হয়েছিলেন প্রায় ১২০০ জন। সেই ঘটনার প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। একশো বছর পরেও সেই ঘটনার রেশ ভুলতে পারেনি ভারতবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement