Advertisement
Advertisement

সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন সোমনাথ, টুইটারে শোকপ্রকাশ মোদি-মমতার

‘দেশ মহান সন্তানকে হারালো৷’

Nation mourns the demise of Somnath Chatterjee
Published by: Kumaresh Halder
  • Posted:August 13, 2018 12:08 pm
  • Updated:August 13, 2018 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে এক যুগের অবসান ঘটিয়ে বিদায় নিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ ভট্টাচার্য৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে প্রাক্তন অধ্যক্ষকে শেষ শ্রদ্ধা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ সোমনাথবাবুর বিদায়ে মর্মাহত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

সোমবার সকালে সোমনাথবাবুর প্রয়াণের পর  শোকপ্রকাশ  করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটে মোদি বলেন, ‘‘সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় রাজনীতির বলিষ্ঠ কর্মী৷ তিনি আমাদের সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন৷ সংসদে তিনি তাঁর শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করে গিয়েছিলেন৷ তাঁর প্রয়াণে আমি মর্মাহত৷’’

Advertisement

[রাজনীতির মঞ্চ ছেড়ে মহাশূন্যের ঠিকানায় সোমনাথ চট্টোপাধ্যায়]

টুইট করে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন, ‘‘প্রাক্তন লোকসভা অধ্যক্ষ সোমনাথদার মৃত্যু আমাদের সকলের জন্য বড় ক্ষতি৷’’ বন্ধু সোমনাথ ভট্টাচার্য প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ লেখেন, ‘‘দেশ মহান সন্তানকে হারালো৷’’

টুইট করে এদিন প্রাক্তন অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা জানান রাহুল৷ লেখেন, ‘‘১০ বারের লোকসভার সাংসদ সোমনাথ ভট্টাচার্যের প্রয়াণে আমি শোকস্তব্ধ৷ তিনি নিজেই একটি প্রতিষ্ঠান৷ পার্টি লাইনের বাইরে বেরিয়েও তিনি প্রতিটি সংসদ সদস্যের কাছে সম্মানিত ও প্রশংসিত হয়েছিলেন বারংবার৷ সোমনাথবাবুর প্রয়াণে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা৷’’

[হিন্দুত্ব থেকে সাম্যবাদের পথে, বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সোমনাথ চট্টোপাধ্যায়]

সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি টুইট, রি-টুইট করে প্রাক্তন অধ্যক্ষের প্রয়াণে শোকজ্ঞান করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ লেখেন, ‘‘সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত দুঃখজনক খবরটি পেয়ে আমি মর্মাহত৷ তিনি ছিলেন দেশের সর্বকালের সেরা অধ্যক্ষ৷ আর এই কারণে তিনি দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন৷’’

সোমনাথবাবুর মৃত্যুতে শোকাহত সাংসদ মহম্মদ সেলিম। বলেন, ‘‘সোমনাথদা ছিলেন অভিভাবকের মতো৷ আমাকে বারবার ফোন করে বলতেন দলটাকে বাঁচাও৷ রাজ্যকে বাঁচাও৷’’ তৃণমূল সাংসদ শুখেন্দুশেখর রায় বলেন, ‘‘সোমনাথবাবুকে একজন প্রথিত‌যশা আইনজীবী হিসেবে দেখেছি৷ তবে, লোকসভার স্পিকার হিসেবে তাঁর ভূমিকা ছিল অনবদ্য৷’’ সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘অন্যদলের সদস্য তবে সিস্টেমের পক্ষে ছিলেন৷ দল ওঁকে যোগ্য সম্মান দেয়নি৷ শেষ মূহুর্তে তাড়িয়ে দিয়ে অপমান করেছে৷’’

অন্যদিকে, সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধার জন্য বিধানসভায় দেহ রাখার প্রস্তাব দিয়েছে সিপিএম নেতৃত্ব৷ দলের প্রাক্তন সদস্যের প্রয়াণে আজ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক স্থগিত রাখা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement