Advertisement
Advertisement

Breaking News

যশোদাবেন

স্বামীর জন্য দিনভর প্রার্থনা, মোদির বিপুল জয়ের উচ্ছ্বসিত যশোদাবেন

সকাল থেকে টিভির পর্দায় নজর ছিল মোদি-পত্নীর৷

Narendra Modi's wife Jashodaben praying for good result
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2019 11:22 pm
  • Updated:May 24, 2019 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে উদ্বেগ-উৎকণ্ঠাই যেন সঙ্গী হয়েছিল আপামর দেশবাসীর৷ সকলেরই নজর টিভির পর্দায়৷ কে দখল করবেন দিল্লির মসনদ, তা নিয়ে আলোচনার অন্ত নেই৷ বৃহস্পতিবারের মতো এমন উল্লেখযোগ্য দিনটি কীভাবে কাটালেন মোদিজায়া যশোদাবেন?

[ আরও পড়ুন: গেরুয়া ঝড় বলিপাড়াতেও, সেলেবদের মধ্যে এগিয়ে বিজেপি প্রার্থীরাই]

দেশজুড়ে সকাল আটটা থেকেই শুরু হয়েছে ৫৪২টি আসনের ভোটগণনা৷ প্রথম থেকে ট্রেন্ডের নিরিখে এগিয়েছিল গেরুয়া শিবির৷ তবে সকালের দিকে টিভির সামনে বসার সময়ই পাননি মোদি-পত্নী৷ আর পাবেনই বা কী করে? তিনি তখন স্নান সারতে ব্যস্ত৷ ধোপদুরস্ত শাড়ি পরে বাড়ি থেকে ঠিক সকাল সাড়ে আটটা নাগাদ বেড়িয়ে পড়েন৷ যশোদাবেনের ভাই অশোক মোদির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের অম্বাদি মাতা এবং মহাকালেশ্বর মন্দিরে যান তিনি৷ সেখানে স্বামীর সাফল্য কামনা করে পুজোও দেন৷ সকাল থেকে উপবাস করেই রয়েছেন তিনি৷ সব ফলাফল জানা গেলে তবে উপবাস ভাঙবেন বলেই স্থির করেছেন যশোদাবেন৷ গুজরাটের মেহসানা ব্রাহ্মণওয়াড়া গ্রামে বাপেরবাড়িতেই থাকেন যশোদাবেন৷ প্রাথমিক স্কুলের দিদিমনি যশোবাদবেন পুজো এবং উপোস নিয়েই ব্যস্ত থাকেন দিনভর৷ সারাক্ষণই ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকেন তিনি৷ এদিনও তার অন্যথা হয়নি৷ আবেগ জড়ানো গলায় তিনি বললেন, ‘‘খুশ হুঁ। আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’’

Advertisement

[ আরও পড়ুন: ‘ধর্মযুদ্ধে জয়ী হলাম’, বিরাট ব্যবধানে জিতে প্রতিক্রিয়া সাধ্বী প্রজ্ঞার]

পুজো দিয়ে মন্দির থেকে ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ি ফিরে আসেন তিনি। তারপর বসে পড়েন টিভির সামনে৷ ট্রেন্ড দেখে নিজেকে সামলে রাখতে পারছিলেন না৷ দুশ্চিন্তা মিশ্রিত আনন্দই যেন দিনভর সঙ্গী ছিল যশোদাবেনের৷ পুজো থেকে উপবাস – সবই স্বামীকে ভাল রাখার জন্য৷আবেগের সুরে বললেন যশোদাবেন৷ সন্ধের পর চোখধাঁধানো মঞ্চে পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে যখন হেঁটে আসছিলেন আরও একবার দেশের দায়িত্ব নিতে চলা নরেন্দ্র মোদি, তখন এই আলোর নেপথ্যে কার অবদান, কে-ই বা বুঝবে? একেবারে আদর্শ ভারতীয় নারীর মতোই স্বামীর মঙ্গল কামনায় যশোদাবেনের এই সমর্পণ কিছুটা অপ্রকাশিতই থেকে যাবে হয়ত৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement