Advertisement
Advertisement

মোদির মাস্টারস্ট্রোক, নোট বদলের লাইনে প্রধানমন্ত্রীর মা

‘আমি তোমাদেরই লোক’৷

narendra modi's mother stood in the que to exchange money
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 2:42 pm
  • Updated:November 15, 2016 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে মাস্টারস্ট্রোক৷ মাঠে নেমে সোজা ছক্কা যাকে বলে৷ প্রধানমন্ত্রীর নিজের শহর গান্ধীনগরে ওরিয়েন্টাল ব্যাঙ্কের সামনে লম্বা লাইন৷ আর সেই ভিড়ে হুইল চেয়ারে বসে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা৷ চিনতে ভুল হল না হিরাবেনকে৷ প্রধানমন্ত্রীর ৯০ বছরের বৃদ্ধা মা৷ বক্তব্য একটাই, ‘আমি তোমাদেরই লোক’৷ আম আদমির মতই লাইনে দাঁড়িযে পুরোনো নোট বদল করলেন তিনি৷ ৯টি ৫০০টাকার বাতিল নোট বদলে মিলল ৪৫০০ টাকা৷ একটি নতুন ২০০০ টাকার নোট, বাকিগুলো ১০০-র৷

রাস্তায় রাস্তায় লম্বা লাইন৷ টাকা বদলের সেকি ঝক্কি৷ মোদিজির হঠাৎ ঘোষণায় নাকি অকারণ হয়রানির শিকার দেশবাসী৷ অন্তত, নিন্দুকেরা তেমনটাই বলছেন৷ হয়রানি, কালো টাকা বদলের নামে সাধারণ মানুষকে ইচ্ছাকৃত হেনস্তা, এই শব্দগুলোকে হাতিয়ার করেই সরব বিরোধীরা৷ হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠেছে৷ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লাইনে দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তুলেছেন খোদ কংগ্রেসের যুবরাজ৷ তবে সে যাই হোক, হাল ছাড়ার পাত্র মোদিজি নন৷ বিরোধীদের তোপের সামনে ঠিক সময় মাস্টার স্ট্রোক মোদির৷ মঙ্গলবার গান্ধীনগরে ওরিয়েন্টাল ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে হিরাবেনের টাকা তোলাকে রাহুল গান্ধীর লাইন দিয়ে টাকা তোলার প্রত্যুত্তর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

Advertisement

প্রসঙ্গত, ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে গান্ধীনগরেই থাকেন হিরাবেন৷ বাড়ির ছেলে দেশের প্রধানমন্ত্রী হলেও মোদিজির পরিবারের অন্যান্য সদস্যদের জীবনযাত্রা কিন্তু একেবারেই ছাপোষা৷ এমনকি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওযার পর হিরাবেনও দিল্লিতে ছেলের কাছে থাকতে একবারই গিয়েছেন৷কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছেলেকে তাঁর অসুস্থতার কথা চিন্তা না করে দেশের কাজে ব্রতী হওয়ার কথাই বলেছিলেন হিরাবেন৷ মোদিও ৫০টা দিন দেশবাসীকে একটু কষ্ট করার আবেদন করেছেন৷ আজ দেশবাসীর সেই কষ্টেই শামিল হলেন মা হিরাবেনও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement