Advertisement
Advertisement
Narendra Modi

বারাণসীতে রোড শো চলাকালীন মোদির কনভয়ে উড়ন্ত বস্তু! দিনভর চর্চা নেটদুনিয়ায়

ভাইরাল ভিডিও ঘিরে চর্চা নেটদুনিয়ায়। বিরোধীরা পেয়ে গিয়েছেন সমালোচনার রসদ। কংগ্রেস নেতারা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করছেন।

Narendra Modi: Was something thrown at Prime Minister's vehicle in Varanasi!
Published by: Subhajit Mandal
  • Posted:June 20, 2024 10:15 am
  • Updated:June 21, 2024 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল গলা ফাটিয়ে মোদি-মোদি চিৎকার। হঠাৎ প্রধানমন্ত্রীর গাড়িতে উড়ে এসে পড়ল কোনও একটি বস্তু! ভোটে জেতার পর প্রথমবার পা রেখেছিলেন নিজ সংসদীয় এলাকা বারাণসীতে। কিষান সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তিও তুলে দিয়েছিলেন। তার পর রোড শো-তেই ঘটে গেল বিপত্তি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PU Pulse ® (@pu.pulse)

Advertisement

মঙ্গলবার। ১৮ জুন। সন্ধ্যা সাতটা বেজেছে কিছু আগেই। বুলেটপ্রুফ গাড়ির উপর কিছু একটা পড়তেই যেন সব কিছুর তাল কেটে গেল। গাড়ির সওয়ারি যে দেশের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি (Narendra Modi)। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গেল, ‘চপ্পল ফেককে মার দিয়া কোই’ (কেউ চটি ছুড়ে মেরেছে)। যদিও ভিডিওটির সত্যটা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এবং ভিডিওটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশও রয়েছে।

[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র

ওই ভিডিওতে দেখা যায় দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ওই বস্তুটিকে সরিয়ে ফেলেন। কিন্তু, ততক্ষণে যা ঘটার ঘটেই গিয়েছি। বিরোধীরা পেয়ে গিয়েছেন সমালোচনার রসদ। কংগ্রেস (Congress) নেতারা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করছেন। তারা বলছে, “এসবই তো মানুষের ক্ষোভের বিস্ফোরণ। গত দশ বছর ধরে দেশের মানুষের যে ক্ষতি করেছেন, এটা তারই পরিণাম। এতো সবে শুরু।” প্রশ্ন উঠে গিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। প্রধানমন্ত্রীর মতো একজন ভিভিআইপির নিরাপত্তা প্রাচীর ভেঙে কীভাবে এমন ঘটনা ঘটে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা এমন কাজ করল, তা কিছুই জানা যায়নি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর তরফে এ বিষয় কোনও মন্তব্যও করা হয়নি। কেবল, জানানো হয়েছে, পুরো বিষয়টার তদন্ত করা হচ্ছে।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, আড়াই দশক পর ওড়িশায় ‘কুরসি বদল’ নবীন পট্টনায়েকের]

ইতিহাস সাক্ষী আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ রূপে এভাবেই বারবার নেতাদের দিকে উড়ে এসেছে জুতো-চটি। এই তালিকায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohon Singh), প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আডবানী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, চিনের প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও–রয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় কি যুক্ত হলেন নরেন্দ্র মোদিও? চর্চা চলছে নেটদুনিয়ায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement