ফাইল ছবি
নন্দিতা রায়, নয়াদিল্লি: গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। তার জেরে ধাক্কা খাচ্ছে কর্মীদের মনোবল। ঝিমিয়ে পড়া দলীয় বিজেপি কর্মীদের চাঙ্গা করতে বঙ্গ বিজেপির কোনও টোটকা কাজ করছে না। তাই এবার নিজেই উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দিল্লিতে দলের কর্মসমিতির বৈঠকের প্রথম দিনই বাংলার বিজেপি (BJP) কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাংলা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। সূত্রের খবর, বক্তব্য শুরু করতেই সুকান্তকে থামিয়ে দিয়ে মোদি বলেন, “বাংলায় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীরা কাজ করছেন, সেই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের বাংলার কথা শোনা দরকার।”
প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বাংলার রিপোর্ট পেশের আগেই তিনি যেভাবে মন্তব্য করেছেন, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে, বঙ্গ বিজেপির বেহাল দশার কথা সবটাই জানেন মোদি। কিন্তু দলের প্রথম সারির বৈঠকে বঙ্গ বিজেপির দিকে সমালোচনার আঙুল উঠুক, সেই বিষয়টি সযত্নে এড়িয়ে যেতে চেয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। এরপরেই নিজের বক্তব্য পেশ করেন সুকান্ত।
জানা গিয়েছে, গত বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের পরিস্থিতি যে ক্রমশ খারাপ হতে শুরু করেছিল, সেই বিষয়টি তুলে ধরেন সুকান্ত। আবার পরবর্তী সময়ে গত বছরের শেষে নবান্ন অভিযানের পর থেকে বাংলায় দলের হাল ফিরতে শুরু করেছে বলেও বৈঠকে দাবি করেছেন তিনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রীয় নেতাদের সামনে রাজনৈতিক হিংসাকে বহুবার হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বাংলা নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “প্রধানমন্ত্রী তো বলেছেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কথা ব্যাক ড্রপে রেখে বাংলার কথা শুনতে হবে। সঙ্গে নাড্ডাজি আমাদের বলেছেন, পুরো দল বাংলার বিজেপির পাশে রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.