Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

বাড়িতে গ্যাজেটের ব্যবহার নয়, পরীক্ষার চাপ কাটাতে পড়ুয়াদের দাওয়াই মোদির

মোবাইলের মতো চার্জ দিতে হবে নিজের শরীরকেও, মত প্রধানমন্ত্রীর।

Narendra Modi speaks to students on Pariksha Pe Charcha | Sangbad Pratidin

পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই

Published by: Anwesha Adhikary
  • Posted:January 29, 2024 2:37 pm
  • Updated:January 29, 2024 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে তৈরি করতে হবে নো গ্যাজেট জোন। যেভাবে মোবাইল চার্জ দেন, সেভাবেই ঘুমের মাধ্যমে চার্জ দিতে হবে নিজেদের শরীরকেও। পরীক্ষা পে চর্চা (Pariksha Pe Charcha) অনুষ্ঠানে পড়ুয়াদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর মতে, প্রযুক্তি নির্ভর যুগেও পরিবারের জন্য কিছুটা সময় বের করা উচিত সকলের। বড় পরীক্ষার আগে কীভাবে চাপ সামলানো যাবে, পড়ুয়াদের সেই পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরের মতোই এবারেও পড়ুয়াদের জন্য বিশেষ বক্তৃতা দেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদেরকে মোদির পরামর্শ, “বাড়িতে একটা নো গ্যাজেট জোন তৈরি করতে হবে। সেখানে কোনও গ্যাজেট ব্যবহার করা যাবে না। বাড়ির সকলের একসঙ্গে বসে সেখানে কথা বলবেন। ফোন নয়, সামনে বসেই যোগাযোগ করতে হবে সকলের সঙ্গে।” পাশাপাশি মোদির নিদান, যেভাবে ফোনকে চার্জ দিতে হয় সেই একইভাবে শরীরকেও চার্জ দিতে হবে। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম।

Advertisement

[আরও পড়ুন: মার্চের মাঝামাঝি থেকেই স্লিপার বন্দে ভারত, চলবে হাওড়া-দিল্লি রুটেও!]

বড় পরীক্ষার আগে পড়ুয়াদের উপরে প্রচুর চাপ বাড়ে। প্রধানমন্ত্রীর মতে, মূলত তিনটি কারণে এই সময়ে চাপ অনুভব করে পড়ুয়ারা। সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাবা-মায়ের উচ্চাশা আর নিজের মধ্যে থাকা ভয়- এই তিনটি মিলিয়েই প্রবল চাপ তৈরি হয়। কিন্তু পরীক্ষাভীতি কাটিয়ে কীভাবে সফল হওয়া যায়, এদিন তার উপায়ও বাতলে দিলেন প্রধানমন্ত্রী।

পড়ুয়াদের জন্য তাঁর বার্তা, “অনেক সময়ে তোমরা মনে কর, ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে না। এরকম হলে নিজেদের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলতে হবে। অল্প অল্প করে প্রস্তুতি নিলে পরীক্ষার আগে আর চাপ লাগবে না।” আজকের পড়ুয়ারাই আগামী দিনে দেশ গড়বে, বক্তৃতায় সেই কথাও বলেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন:  পদ্ম কৃপায় গদিতে বসেই প্রাক্তন শরিকের বিরুদ্ধে ব্যবস্থা! ফের লালুর দলকে বিপাকে ফেলছেন নীতীশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement