সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কত নিচে নামতে পারেন? কোনও লজ্জা নেই? মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার কারণে নীতীশ কুমারকে (Nitish Kumar) এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে মোদি বলেন, ইন্ডিয়া জোটের এক প্রধান নেতা বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন। কিন্তু ইন্ডিয়া জোটের কোনও নেতাই এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলেনি। বিহারের মুখ্যমন্ত্রীকে মোদির প্রশ্ন, আর কত নিচে নামতে পারেন?
বুধবার মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই নীতীশ কুমারের পাশাপাশি বিরোধী জোটকেও একহাত নেন। মোদি বলেন, “ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ নেতা রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। অহংকারী জোটের কোনও লজ্জা নেই। ইন্ডি জোটের একজন নেতাও এই মন্তব্যের নিন্দা করে সরব হননি। মহিলাদের বিরুদ্ধে যাদের এমন মানসিকতা, তারা কি আপনাদের কোনও উন্নতি করতে পারে? আমাদের মা-বোনদের প্রতি এমন শয়তানি মানসিকতা আসলে দেশকেই অপমান করার সমান। আপনারা আর কত নিচে নামবেন?”
প্রসঙ্গত, জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের শিক্ষা ও ভূমিকা নিয়ে কথা বলার সময়ে বিতর্কিত মন্তব্য করেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” নীতীশের দাবি, মহিলাদের যৌন শিক্ষা নিয়েই কথা বলতে চেয়েছিলেন।
এই মন্তব্যের পরেই তুমুল বিতর্ক শুরু হয়। বিরোধী বিধায়করা বিহার বিধানসভায় বিক্ষোভ শুরু করেন। চাপে পড়ে নীতীশ ক্ষমা চান। বুধবার তিনি বলে দেন, “আমি যা বলেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.