Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

খাড়গে ‘দলিতের ছেলে’, পাইলট ‘গুর্জর সন্তান’, দুই কংগ্রেস নেতাকে ‘সহানুভূতি’ মোদির

'ভোটের মুখে কুম্ভীরাশ্রু', বলছে কংগ্রেস।

Narendra Modi sheds tears for Sachin Pilot, Mallikarjun Kharge | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 24, 2023 2:09 pm
  • Updated:November 24, 2023 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তিনি কংগ্রেস নেতাদের উপর বরাবর খড়গহস্তই থাকেন। ভোট এলে তো প্রতিপক্ষকে কটাক্ষ করার কোনও সুযোগই ছাড়েন না। রাজস্থান ভোটের আগে হঠাৎ সেই নরেন্দ্র মোদির মুখেই দুই প্রভাবশালী কংগ্রেস নেতার প্রতি সহানুভূতি শোনা গেল। দলিতের সন্তান মল্লিকার্জুন খাড়গে এবং গুর্জরের সন্তান শচীন পাইলটকে (Sachin Pilot) নিয়ে মোদি যেন হঠাৎই উদ্বিগ্ন।

বৃহস্পতিবার রাজস্থানের সভায় খাড়গেকে (Mallikarjun Kharge) নিয়ে প্রধানমন্ত্রী বললেন, মল্লিকার্জুন খাড়গে ভোটের প্রচারে আমাকে অনেক কথাই বলেন। আমি গায়ে মাখি না। আমি ওঁকে শ্রদ্ধা করি। একজন দলিত মায়ের সন্তান একের পর এক নির্বাচনে জিতে দেশের সেবা করে চলেছেন। দলিত পরিবার থেকে উঠে এসে কংগ্রেসের সভাপতি হয়েছেন। অথচ, কংগ্রেস তাঁর সঙ্গে কী ব্যবহার করছে! গোটা রাজস্থানের প্রচারে খাড়গেজির কোনও ছবি নেই! বুধবার জয়পুরে রোড শো করলাম। শহরের কোথাও কংগ্রেস সভাপতির ছবি চোখে পড়ল না। শুধু অশোক গেহলট আর শাহী পরিবারের সদস্যদের ছবি।”

Advertisement

[আরও পড়ুন: বচসার জেরে রাস্তার উপরই কুপিয়ে খুন যুবক, উত্তপ্ত চিৎপুর এলাকা]

শচীন পাইলটের প্রতিও সহানুভূতির সুর শোনা গিয়েছে মোদির মুখে। তিনি বলেছেন,”একজন গুর্জর সন্তান রাজনীতিতে জায়গা করার চেষ্টা করছে। দলকে ক্ষমতায় ফেরানোর জন্য প্রাণপাত করেছিল। অথচ সেই শচীন পাইলটকে শাহী পরিবার দুধ থেকে মাছিকে যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেভাবেই ছুঁড়ে ফেলে দিল। এই প্রথম নয়, বারবার গুর্জরদের সঙ্গে ওরা এরকমই করে। রাজেশ পাইলটের সঙ্গেও করেছে, শচীনের সঙ্গেও করেছে।”

[আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা, ধর্মতলায় শাহের সভার অনুমতি দিল হাই কোর্ট]

প্রশ্ন হল, কেন হঠাৎ মোদির (Narendra Modi) মুখে কংগ্রেস নেতাদের প্রতি সমবেদনা? আসলে রাজস্থান ভোটে দলিতদের বঞ্চনাকে অস্ত্র করছে কংগ্রেস। মোদি বোঝানোর চেষ্টা করেছেন, বিজেপি নয়, দলিতদের উপেক্ষা করে কংগ্রেসই। সেজন্যই খাড়গেকে অসম্মান করা হচ্ছে। শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী না করায় রাজস্থানের গুর্জরদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভও উসকে দিলেন মোদি। যদিও কংগ্রেস বলছে, সবটাই মোদির কুম্ভীরাশ্রু। আদতে তিনি কারও জন্যই চিন্তিত নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement