সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতিপ্রেমী নরেন্দ্র মোদির ছবি এর আগেও চোখে পড়েছে দেশের জনগণের। এবার সামনে এল প্রধানমন্ত্রীর একটি ময়ূরকে খাবার খাওয়ানোর ভিডিও। যা দেখে তাঁর ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। রবিবার সকালে নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পর ভাইরালও হয়েছে ভিডিওটি।
দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এক মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওটি তোলা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণ করছেন আর বেশ কয়েকটি ময়ূর (peacock) তাঁর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এমনকী প্রধানমন্ত্রীর হাত থেকে অবলীলায় খাবারও খাচ্ছে তারা। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে একটি কবিতাও পোস্ট করেছেন মোদি। যাতে তাঁর ময়ূর বন্ধুদের বিষয়ে অনেক কথা উল্লেখ করা হয়েছে।
রবিবার সকালে ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। আর তার মধ্যে বেশিরভাগই ভারতের প্রধানমন্ত্রী প্রকৃতি প্রেমের কথা উল্লেখ করে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.