Advertisement
Advertisement

Breaking News

কালো টাকা সাফ করতে জনতার বিপুল সমর্থন পেয়েছি: মোদি

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷

Narendra Modi shares spotlight with Nobel Winner Bob Dylan verse
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 10:04 am
  • Updated:August 20, 2020 10:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জেরে দেশে যখন এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় নিজের এই সিদ্ধান্তকে ইতিবাচক ও সঠিক প্রমাণ করতে সদ্য নোবেলজয়ী সঙ্গীতজ্ঞ বব ডিলানকে উদ্ধৃত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি ডিলানকে উদ্ধৃত করে উপস্থিত জনতাকে সময় পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দেন৷

২০১৪ সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল৷ সেখানে সশরীরে হাজির ছিলেন মোদি৷ কিন্তু এবার মুম্বইয়ের বান্দ্রা কুরলায় ওই ফেস্টিভ্যাল হলেও ব্যস্ত কর্মসূচির কারণে সেখানে গরহাজির ছিলেন মোদি৷ এ জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নেন৷ ভিডিও কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে শনিবার মোদি ১৯৬৪ সালে প্রকাশিত বব ডিলানের একটি গানের কথা উল্লেখ করেন৷ ওই গানে ডিলান নতুনকে স্বাগত জানিয়েছিলেন৷ পুরনো প্রজন্মকে নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে আহ্বান জানিয়েছিলেন৷ বিষয়টি উত্থাপন করে মোদি কার্যত বিরোধীদের সমালোচনা করলেন৷ সময়ের ডাকে সাড়া দিয়েই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তকে মেনে নিতে সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী৷ পাশাপাশি তিনি বিরোধীদের স্মরণ করিয়ে দেন যে, তাঁর এই সিদ্ধান্তে দেশের আম জনতার বিপুল সমর্থন রয়েছে৷ কালো টাকা বের করে দুর্নীতি কমিয়ে আনতে এবং সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহ বন্ধ করে দিতেই নোট বাতিলের সিদ্ধান্ত বলে প্রধানমন্ত্রী জানান৷

Advertisement

এদিনের বক্তব্যে মোদি আরও একবার তাঁর ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের কথা তুলে ধরেন৷ পাক সেনার গোলাগুলির জবাবে সার্জিক্যাল স্ট্রাইক এবং পাক সন্ত্রাবাদীদের নাশকতামূলক কাজ ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন৷ দেশকে দুর্নীতি মুক্ত করতে তাঁর সরকার যে আগামী দিনে আরও কিছু কড়া সিদ্ধান্ত নেবে এদিন ঠারোঠোরে সে কথাও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement