Advertisement
Advertisement

Breaking News

Modi G20

‘লোকসভা নির্বাচনে ভারতে গণতন্ত্রের উৎসব দেখতে আসুন’, G20 দেশগুলিকে আমন্ত্রণ মোদির

সাম্প্রতিক অতীতে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

Narendra Modi invites G20 members to witness festival of democracy in 2024 Loksabha Election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 21, 2023 5:18 pm
  • Updated:June 21, 2023 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচন (2024 Loksabha Election) আসলে গণতন্ত্রের উৎসব। পর্যবেক্ষক হিসাবে সেই উৎসবে যোগ দেওয়ার জন্য জি-২০র (G20) সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার থেকে গোয়াতে জি-২০ দেশগুলির পর্যটন মন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। সেখানেই রেকর্ড করা ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিকবার ভারতের গণতন্ত্র নিয়ে তোপের মুখে পড়েছে মোদি সরকার। এমনকি ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিও লিখেছেন মার্কিন সেনেটররা।

মঙ্গলবারই আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাই জি-২০ সম্মেলনের উদ্বোধনে তাঁর রেকর্ড করা একটি ভাষণ শোনানো হয়। সেখানে মোদি বলেন, “সন্ত্রাসবাদ সবকিছু তছনছ করে দেয়, কিন্তু পর্যটন সবাইকে মিলিয়ে দেয়।” ভাষণেই মোদি বলেন, ভারত আসলে গণতন্ত্রের মা। সেখানেই অনুষ্ঠিত হবে গণতন্ত্রের উৎসব। জি-২০র সদস্য দেশের প্রতিনিধিরা ভারতে এসে সেই উৎসবে শামিল হোন, সেটাই বলেছেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “সারা দেশে ১০ লক্ষেরও বেশি ভোটকেন্দ্র থাকবে। তাই এই উৎসবে শামিল হতে কোনও বাধা থাকবে না। ইনক্রেডিবল ইন্ডিয়ায় আপনাদের স্বাগত জানাই। শুধু নানা দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়, ভারতে এলে এই দেশের প্রতি ভাললাগায় ডুবে যেতে পারবেন সকলে।” প্রসঙ্গত, ভারতে আদৌ গণতন্ত্র রয়েছে কিনা তা নিয়ে সাম্প্রতিককালে একাধিকবার প্রশ্ন উঠেছে। আমেরিকা সফরে গিয়ে ভারতের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন রাহুল গান্ধী।

মোদির মার্কিন সফরেও ভারতের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। বাইডেনের উদ্দেশে চিঠি লিখে ৭৫ জন সেনেটর দাবি করেছেন, ভারতের বাকস্বাধীনতা নিয়ে মোদিকে প্রশ্ন করুন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেট বন্ধ করার মতো পরিস্থিতি কেন, তা নিয়েও বাইডেনের কথা বলা উচিত বলে দাবি করা হয়েছে ওই চিঠিতে। এহেন পরিস্থিতিতে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে উৎসবের আখ্যা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, গণতন্ত্র পরিস্থিতি সম্পর্কে যাবতীয় নেতিবাচক ধারণাকে উড়িয়ে দিচ্ছে মোদি সরকার।

[আরও পড়ুন: হাতিয়ার মাস্কের মন্তব্য, ‘টুল কিট গ্যাং’কে একহাত নিল বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement