Advertisement
Advertisement

‘দেশকে ধ্বংস করেছে পরিবারতন্ত্র’, স্বাধীনতা দিবসের ভাষণে বিরোধীদের আক্রমণ মোদির

'ভাই-ভাতিজার রাজনীতি দেশের ক্ষতি করেছে', দাবি মোদির।

Narendra Modi indirectly slams Congress over parivaarbad | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 15, 2023 9:32 am
  • Updated:August 15, 2023 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day)  ভাষণে পরিবারতন্ত্র ও তোষণ নিয়ে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাফ জানিয়ে দিলেন, ভাই-ভাতিজার রাজনীতির জেরে ধাক্কা খেয়েছে ভারতের বিকাশ। দেশের উন্নতির স্বার্থেই পরিবারতন্ত্রকে একেবার উৎখাত করে ফেলার ডাক দিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, লোকসভা নির্বাচনের আগেই নাম না করে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) দিকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।

ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতির জন্য আমাদের দেশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। একটি রাজনৈতিক দলের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একটি পরিবারের হাতে। সেখান থেকেই শুরু হয়েছে পরিবারতন্ত্র। তাদের একটাই মন্ত্র- পরিবারের উন্নতির জন্যই রাজনীতি।” তিনি বলেন, ভাইপো-ভাইয়ের রাজনীতি করে পরিবারতন্ত্রকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘আগামী বছর এখানেই আপনাদের সামনে আসব’, লালকেল্লার ভাষণে INDIA-কে বার্তা মোদির]

ভাষণে মোদি আরও বলেন, একটি পরিবারই দেশের মানুষের অধিকার হরণ করেছে। ভাইপো-ভাইয়ের রাজনীতি করে পরিবারতন্ত্রকে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার জেরেই ধাক্কা খেয়েছে ভারতের বিকাশ। কিন্তু দেশের উন্নতি করতে গেলে এই পরিবারতন্ত্রকে উৎখাত করতে হবে। উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা তোষণ ও দুর্নীতিকে একেবারে সহ্য করা হবে না বলে জানান প্রধানমন্ত্রী। 

স্বাধীনতা দিবসের ভাষণেই মোদি বলেন, ২০২৪ সালেও ফের লালকেল্লায় তিনিই ভাষণ দেবেন। তারপরেই পরিবারবাদ নিয়ে তিনি সরব হন। বিশেষজ্ঞদের মতে, এই দুই মন্তব্য করে আসলে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের একাধিক দলেই পারিবারিক নিয়ন্ত্রণের উদাহরণ রয়েছে। সেই পরিবারতন্ত্রকেই দেশের উন্নতির পথে প্রধান অন্তরায় হিসাবে দাবি করে আসলে বিরোধীদের উপর চাপ বাড়ালেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।  

[আরও পড়ুন: লালকেল্লায় মোদির মুখে মণিপুর, ‘শান্তি ফিরছে’, বললেন প্রধানমন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement