সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসার নিরিখে বিশ্ব ব্যাঙ্কের তালিকায় পিছনের সারিতে ভারত৷ ১৯০টি দেশের মধ্যে ১৩০তম স্থান পেয়েছে দেশ৷ কেন? ১৬তম প্রগতি মিটে বক্তব্য রাখতে গিয়ে দেশের শীর্ষস্থানীয় আমলাদের এই প্রশ্নই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন মোদি বলেন, গত বছর এই রিপোর্টে ১৪৪তম স্থান থেকে ১৩১তম স্থানে উঠে এসেছিল ভারতবর্ষ৷ তার থেকে এবছর মাত্র একটি স্থান বেশি হয়েছে৷ এই তথ্য মোটেও আশাব্যঞ্জক নয়৷ দেশের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের বিশ্ব ব্যাঙ্কের পুরো রিপোর্টটি খতিয়ে দেখার জন্য এক মাস সময় দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই পুরো বিষয়টির তদারকির দায়িত্ব দিয়েছেন প্রবীণ ক্যাবিনেট সেক্রেটারি প্রদীপকুমার সিনহাকে৷
আগামী দিনে ভারত যাতে সহজ ব্যবসায়ীক ক্ষেত্র হিসেবে বিশ্ব ব্যাঙ্কের তালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে চলে আসতে পারে৷ তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমলাদের৷ কোনও ভাল প্রস্তাব থাকলে তাও দিতে বলা হয়েছে৷
এই রিপোর্টের জন্য দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণও৷ তিনি বলেন, ভারত বহু ক্ষেত্রে উন্নতি করছে৷ এবং দ্রুত উন্নতি করছে৷ এমন অবস্থায় এই রিপোর্টে কিছুটা নিরাশা হয় বটে৷ তবে এতে ভেঙে পড়ার কিছু নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী৷ বরং এর থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.