Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘৫০০ বছর পরে অযোধ্যায় ঘরে ফিরেছেন রামলালা’, ‘স্পেশাল’ দীপাবলির শুভেচ্ছা মোদির

চলতি বছরের জানুয়ারি মাসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ। তার পর এই প্রথমবার দীপাবলি উৎসবে মাতবেন অযোধ্যাবাসী। কেবল অযোধ্যা নয়, দীপাবলি উদযাপনের প্রস্তুতি গোটা দেশেই।

Narendra Modi extends Diwali wish, reminds of Ramlala

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:October 29, 2024 1:37 pm
  • Updated:October 29, 2024 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন। প্রত্যাবর্তনের পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা। তাই এবারের আলোর উৎসব অনেক বেশি স্পেশাল। দীপাবলির আগে শুভেচ্ছা জানাতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ। রাম জন্মভূমি অযোধ্যায় হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার পর এই প্রথমবার দীপাবলি উৎসবে মাতবেন অযোধ্যাবাসী। সেজন্য ইতিমধ্যেই বিশেষ অয়োজনের প্রস্তুতি নিচ্ছে গোটা শহর। সারা শহরে অন্তত ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। জানা গিয়েছে, প্রথমবার দীপাবলি উদযাপনে রামলালাকে সাজানো হবে বিশেষ পোশাকে। রামলালাকে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাকে।

Advertisement

কেবল অযোধ্যা নয়, দীপাবলি উদযাপনের প্রস্তুতি গোটা দেশেই। মঙ্গলবার আলোর উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। বক্তৃতা দিতে গিয়ে বলেন, “ধনতেরসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আর দুদিন পরে সকলে মিলে দীপাবলি উদযাপন করব। এবারের দীপাবলি আমাদের কাছে খুব স্পেশাল। কারণ ৫০০ বছর পরে রামলালা তাঁর অযোধ্যার মন্দিরে বিরাজ করছেন। অযোধ্যার এই মন্দিরে প্রথমবার দীপাবলি পালন করবেন রামলালা। এমন স্পেশাল দীপাবলির সাক্ষী হতে পারাটাও আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার।”

মঙ্গলবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেওয়ার পাশাপাশি ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন তিনি। উৎসবের আবহে নতুন চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রোজগার মেলা থেকে প্রত্যেক বছরই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement