Advertisement
Advertisement

Breaking News

‘দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন’, মনমোহনের জন্মদিনে বার্তা মোদির, শুভেচ্ছা INDIA শরিকদেরও

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের একাধিক নেতা।

Narendra Modi extends birthday wish to former PM Manmohan Singh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2023 11:52 am
  • Updated:September 26, 2023 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯১ বছরে পা দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর দীর্ঘায়ু কামনা করে মঙ্গলবার সকালেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেসের নেতা থেকে শুরু করে বিজেপি, আপ- সমস্ত রাজনৈতিক দল থেকেই শুভেচ্ছাবার্তা এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য। মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দর সিংও। তবে দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছেন রাজ্যসভার সাংসদ।

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। পূর্বসুরির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।” শুধু প্রধানমন্ত্রী নন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যসভার সাংসদ মনমোহন সিংকে।

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে খুন ২ পড়ুয়া! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত পাহাড়ি রাজ্য]

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী, শশী থারুর-সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডিয়া জোটে কংগ্রেসের শরিক দলগুলোর নেতারাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) থেকে শুরু করে এনসিপি প্রধান শরদ পওয়ার- সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ। চলাফেরা করতে খুবই অসুবিধা হয় ৯১ বছর বয়সি সাংসদের। হুইলচেয়ারের সাহায্য ছাড়া কার্যত নড়তেই পারেন না মনমোহন। ২০১৯ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন মনমোহন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে বয়সজনিত অসুবিধার কারণে সম্পূর্ণভাবে হুইলচেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন প্রবীণ অর্থনীতিবিদ।

[আরও পড়ুন: কাবেরী জলবন্টন নিয়ে চড়ছে পারদ, বনধে স্তব্ধ বেঙ্গালুরু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement