Advertisement
Advertisement

Breaking News

নরেন্দ্র মোদি

লোকসভায় বিপুল জয়ের আভাসের পর প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

কী বললেন প্রধানমন্ত্রী?

Narendra Modi emphasizes inclusive growth after mega win
Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2019 3:50 pm
  • Updated:May 23, 2019 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে জয়জয়কার। নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের দিল্লির মসনদে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। ২০১৪-র ফলাফলকেও ছাপিয়ে গিয়েছে এনডিএ। বিজেপি একাই প্রায় তিনশোর পাশাপাশি আসনে এগিয়ে রয়েছে। বারাণসীতে ইতিমধ্যেই রেকর্ড ব্যবধানে এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিপুল জয়ের দিনে কী বলেন মোদি, সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী প্রথম প্রতিক্রিয়ায় নতুন কোনও চমক দেন কিনা সেটা দেখতে মুখিয়ে ছিল দেশ।

[আরও পড়ুন: জয়ীদের অভিনন্দন, সব পরাজিতরাই পরাজিত নন: মমতা]

না, বিপুল জয়ের দিনে নতুন কোনও চমক দিলেন না নরেন্দ্র মোদি। বরং চেনা ছন্দে তিনি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন। সবকা সাথ-সবকা বিকাশের বুলি আরও একবার আওড়ালেন নরেন্দ্র মোদি। আত্মবিশ্বাসী মোদির দাবি, সবকা সাথ-সবকা বিকাশের বুলি দিয়েই তিনি সবার বিশ্বাস অর্জন করতে পেরেছেন। আর সেকারণেই সবকা সাথ-সবকা বিকাশের সঙ্গে যুক্ত হল নতুন স্লোগান সবকা বিশ্বাস। প্রধানমন্ত্রীর দাবি, এই তিনের সম্মিলনেই ভারত বিজয়ী হবে। প্রধানমন্ত্রী টুইট বার্তায় বললেন, ‘একসঙ্গে আমরা বৃদ্ধি পাব। একসঙ্গে আমরা এগোব। একসঙ্গে আমরা শক্তিশালী এহং সম্মিলিত ভারত তৈরি করব।’

Advertisement

[আরও পড়ুনমোদি সরকারের আরও পাঁচ বছর অন্ধকারে ঠেলে দেবে ভারতকে!]

নরেন্দ্র মোদি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেও, জয়ের দিনে বিরোধীদের একহাত নিতে ভুললেন না বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বললেন, এই ফলাফল বিরোধীদের করা অপপ্রচার, মিথ্যা, ব্যক্তিগত আক্রমণ, এবং দিকভ্রষ্ট রাজনীতির বিরুদ্ধে ভারতের জনাদেশ। এই ফলাফলে প্রমাণিত হল ভারতের মানুষ জাতিবাদ, পরিবারতন্ত্র, তুষ্টিকরণের রাজনীতিকে ছুঁড়ে ফেলেছে এবং বিকাশবাদ আর দেশপ্রেমকে জিতিয়ে দিয়েছে। ভারতকে আমি প্রণাম জানাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement