Advertisement
Advertisement
Narendra Modi

হাসপাতালে চিকিৎসাধীন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, ‘কাপুরুষোচিত আচরণে’র নিন্দা মোদির

সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।

Narendra Modi condemns Attack on Slovak premier Fico: 'Cowardly act'
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 16, 2024 12:01 pm
  • Updated:May 16, 2024 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এবার ফিকোর উপর হওয়া হামলার কড়া নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনাকে ‘কাপুরুষের মতো আচরণ’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। পাশাপাশি এই পরিস্থিতিতে স্লোভাকিয়ার মানুষদের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার রবার্ট ফিকোর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর যেভাবে হামলা হয়েছে তাতে আমি স্তম্ভিত। আমি এই কাপুরুষোচিত ও জঘন্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রধানমন্ত্রী ফিকোর আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্লোভাকিয়ার মানুষদের প্রতি ভারতের সংহতি রয়েছে। আমরা ওঁদের পাশে রয়েছি।’

Advertisement

বুধবার দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রবার্ট ফিকো। সেই সময়ে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার দূরে হান্দলোভায় ছিলেন ফিকো। সেখানকার হাউস অফ কালচারে গিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। সেই মতোই জনসংযোগ সারছিলেন। সেই সময়ে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান সেখানে হাজির সকলে। দেখা যায়, গুলি লেগেছে ফিকোর শরীরে। সঙ্গে সঙ্গে তাঁকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায়, ফিকোর পেটে গুলি লেগেছে। চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা আশা করছেন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই গুলি চলার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। স্লোভাকিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৪ রাউন্ড গুলি চলেছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। গোটা ঘটনার খবর পেয়েই মুলতুবি হয়ে যায় স্লোভাকিয়ার পার্লামেন্ট। আপাতত অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকবে। এদিকে, গুলি চলার পরে ঘটনাস্থল থেকেই এক অভিযুক্তকে আটক করে পুলিশ। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুটোভ। প্রধানমন্ত্রীর উপর নির্মম ও হিংস্রভাবে আক্রমণ শানানো হয়েছে বলে নিন্দা করেন তিনি। বলেন, “গোটা ঘটনায় আমি স্তম্ভিত। আশা করি এই আঘাত থেকে সেরে উঠবেন প্রধানমন্ত্রী।” উল্লেখ্য, গত দুমাস ধরে স্লোভাকিয়ার সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। অভিযোগ উঠছে, সমস্ত মিডিয়াকে সরকারের নিয়ন্ত্রণাধীন করে ফেলার চক্রান্ত করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement