Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

‘১০ বছরে ১০০ পেরয়নি কংগ্রেস’, এনডিএ নেতা হয়েই বিরোধীদের তোপ মোদির

এনডিএ জোটের প্রশংসাও শোনা গেল মোদির মুখে।

Narendra Modi attacks Congress over not winning 100 seats
Published by: Anwesha Adhikary
  • Posted:June 7, 2024 2:10 pm
  • Updated:June 7, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচত হয়েই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদি। হাত শিবিরকে একহাত নিয়ে তাঁর মন্তব্য, গত ১০ বছরে তো ১০০টি আসন জিততে পারেনি কংগ্রেস। তিনবারের লোকসভা মিলিয়ে হাত শিবির মোট যত আসন পেয়েছে, বিজেপি একাই ২০২৪ সালে সেই আসন পেয়েছে।

২০২৪ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর শুক্রবার সংসদীয় বৈঠকে বসে এনডিএ (NDA)। সংসদের সেন্ট্রাল হলের সেই বৈঠকে জোটের নেতা নির্বাচিত হন মোদি (Narendra Modi)। প্রথমেই জোটের প্রশংসা করেন তিনি। নমোকে এদিন বলতে শোনা গেল, “সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের।” তবে লোকসভার প্রচারে বহু ব্যবহৃত ‘মোদি গ্যারান্টি’র উল্লেখ করেননি তিনি। বরং নমোর মুখে উঠে এসেছে কংগ্রেসের ‘গ্যারান্টি’র কথা। বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসের গ্যারান্টিতে ভরসা করে মহিলারা প্রতিশ্রুতি পূরণের দাবিতে পথে নেমেছেন। কিন্তু তাঁদের কথা শুনছে না কংগ্রেস। 

[আরও পড়ুন: ‘সরকার চালাতে বহুমত, দেশ চালাতে সর্বমত’, NDA’র নেতা নির্বাচিত হয়ে জোট বন্দনায় মোদি

নিজের ভাষণে কংগ্রেসকে (Congress) সরাসরি আক্রমণ করেন মোদি। তিনি বলেন, “গত ১০ বছরে ১০০টি আসন জিততে পারেনি কংগ্রেস। ২০১৪, ২০১৯, ২০২৪-তিনটি নির্বাচন মিলিয়ে কংগ্রেস যত আসন পেয়েছে, তার থেকে বেশি আসন এবারে জিতেছে বিজেপি।” মোদি আরও মনে করিয়ে দেন, ইভিএমে কারচুপি হচ্ছে বলে দাবি করেছিল হাত শিবির। কিন্তু জনাদেশ বুঝিয়ে দিয়েছে, ইভিএমে কোনও ত্রুটি নেই। এমনকী বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধীর ‘ভারতে গণতন্ত্র নেই’ মন্তব্যকেও খোঁচা দিয়েছেন মোদি। 

কেবল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটকেও স্রেফ ‘ছবি তোলার জোট’ বলে খোঁচা দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে নয়া মন্ত্র গ্রহণ করবে সরকার। রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম আদর্শের পাশাপাশি এনডিএ গড়ে তুলবে দুর্নীতিমুক্ত সরকার। উন্নত ভারত গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি। জানিয়েছেন, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করতে প্রাণপন চেষ্টা করবেন। 

[আরও পড়ুন: মানহানির মামলায় স্বস্তি, জামিন পেলেন রাহুল গান্ধী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement