সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার আলিগড়ে নির্বাচনী প্রচারে বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু থেকেই কংগ্রেসকে আক্রমণ করেন। এছাড়া কংগ্রেস-সমাজবাদী পার্টির জোট নিয়েও মুখ খোলেন। বলেন, ‘যখন ঝড়ের বেগ বেশি হয়, তখন প্রত্যেকেই আশ্রয় খোঁজেন। এবার কিন্তু বিজেপির ঝড়ের বেগ বেশি। আর এখানকার মুখ্যমন্ত্রী তো ঝড় হলেই কাউকে না কাউকে আঁকড়ে ধরেন। উড়ে যাওয়ার ভয়ে। কিন্তু এবারের ঝড় আর তাঁকে টিকতে দেবে না। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ভয়ে এক হয়েছে।’ এর পাশাপাশি উত্তরপ্রদেশে যে কোনওরকম উন্নয়ন হয়নি সেকথাও বলতে ভোলেননি। রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘উত্তরপ্রদেশে একদিনে ৭৬৫০টি অপরাধ, ২৪টি ধর্ষণ, ১৩টি খুন, ৩৩টি অপহরণ, ২১টি ধর্ষণের চেষ্টা, ১৯টি দাঙ্গা এবং ১৩৬টি চুরির ঘটনা ঘটে।’
এক নজরে দেখে নেওয়া যাক আর কী কী বললেন মোদি:
এদিকে, শাহারানপুরে নির্বাচনী প্রচারে এসে পাল্টা মোদির সমালোচনা করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি সমাজবাদী পার্টির সঙ্গে সপা’র জোটের পক্ষেও সওয়াল করেন। বলেন, ‘মোদিজি প্রথমে স্যুট পরতেন, কিন্তু আমি সংসদে স্যুট-বুটের সরকার নিয়ে কথা বলার পর তিনি আর স্যুট পরেন না। বিহার থেকে মোদিজিকে যেরকম ভাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, সেরকমভাবে উত্তরপ্রদেশ থেকেও ফেরত পাঠাতে হবে। ওই জন্যই তিনি এখন আর বিহারের কথা বলেন না। আমাদের দু’জনের মধ্যে পার্থক্য একটাই একজন দিবাস্বপ্নের কথা বলেন, একজন সংকল্পের কথা বলেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.