Advertisement
Advertisement

Breaking News

Gandhi Jayanti

গান্ধী জয়ন্তীতে ‘বাপু’কে শ্রদ্ধা মোদির, ‘অহিংসা’ স্মরণে বার্তা মমতার

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi and Mamata Banerjee tribute Mahatma Gandhi on his birthday
Published by: Amit Kumar Das
  • Posted:October 2, 2024 9:32 am
  • Updated:October 2, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহিংসার পথ প্রদর্শক তথা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী আজ। বিশেষ এই দিনে ‘বাপু’কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গান্ধী জয়ন্তী তাঁর অহিংসার পথ স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘সকল দেশবাসীর তরফ থেকে শ্রদ্ধেয় বাপুকে তাঁর জন্ম জয়ন্তীতে শত শত প্রণাম। ওনার জীবন ও আদর্শ সত্য, সম্প্রীতি ও সাম্যের উপর ভিত্তি করে ওনার জীবন দেশবাসীর কাছে সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।’ বিশেষ এই দিনে স্কুল পড়ুয়াদের সঙ্গে স্বচ্ছতা অভিযানেও অংশ নেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর পাশাপাশি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন আজ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকেও এদিন শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেশের সৈনিক ও কৃষকদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন লাল বাহাদুর শাস্ত্রী। জন্ম জয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা।’

Advertisement

প্রধানমন্ত্রীর পাশাপাশি গান্ধী জয়ন্তীতে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে এদিন অহিংসার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। তাঁর অহিংসা, সততা এবং ঐক্য নিয়ে শিক্ষা আমাদের সকলকে পথ দেখায়। তিনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের উচিত তাঁর সেই শিক্ষা নিয়েই ওই পথ অনুসরণ করা। আমরা সকলে যেন তাঁর অহিংসা এবং সহনশীলতার পথ অনুসরণ করতে পারি। জয় হিন্দ!’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement