সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশ, কৃষ্ণচূড়ায় লেগেছে ফাগের রং। আকাশ, বাতাসে আজ রংয়ের ছটা। যেন রামধনুর সাত রংয়ে রঙিন গোটা দেশ। রংয়ের উৎসবে মাতোয়ারা প্রায় সকলেই। গালে আবির মাখিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়ার দিন। দোলের সকালেই টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রংয়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
होली के पावन अवसर पर सभी देशवासियों को हार्दिक बधाई एवं शुभकामनाएं।
रंगों का पर्व होली, सामुदायिक सद्भाव और मेल-मिलाप का जीवंत उदाहरण है। यह वसंत ऋतु के आगमन का शुभ समाचार लेकर आता है।
मेरी कामना है कि यह त्योहार सभी देशवासियों के जीवन में आनंद, उमंग और नई ऊर्जा का संचार करे।
— President of India (@rashtrapatibhvn) March 18, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে সকলকে দোলের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “রংয়ের উৎসব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।”
आप सभी को होली की हार्दिक शुभकामनाएं। आपसी प्रेम, स्नेह और भाईचारे का प्रतीक यह रंगोत्सव आप सभी के जीवन में खुशियों का हर रंग लेकर आए।
— Narendra Modi (@narendramodi) March 18, 2022
দোলের দিন বাংলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “রংয়ের উৎসব সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি।” দোলের শুভেচ্ছা জানানো টুইটেও একতার বার্তাও দেন তিনি।
Heartiest Doljatra greetings to all. May the majestic festival of diverse colours bring happiness, peace, joy and prosperity in all of us. May the spirit of diversity, amity and equality inspire us.
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2022
বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। দোলের সকালে টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। শুধু নিজের নয়, অপরের জীবনকেও আরও রঙিন করে তোলার বার্তা দেন রাজ্যপাল।
Wishing all a very Happy Holi. May this festival of colors, a symbol of mutual love, affection and brotherhood splash color of happiness and satisfaction in your life and inspire all to make lives of others colorful.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 18, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.