সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল জনমত নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন তিনি৷ কিন্তু এর আগে দলের পথপ্রদর্শকদের আশীর্বাদ নিতে ভুললেন না নরেন্দ্র মোদি৷ শুক্রবার সকালে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী ও মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন মোদি৷ সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
[ আরও পড়ুন: ‘কংগ্রেসের একজন অমিত শাহ দরকার’, নিজের আসন খুইয়ে উপদেশ মুফতির ]
এদিন একসঙ্গেই আডবানী ও যোশীর বাড়িতে যান মোদি-শাহ৷ প্রণাম করে শ্রদ্ধা জানান বিজেপির প্রবীণ দুই যোদ্ধাকে৷ দীর্ঘদিন পর দুই শিষ্যকে কাছে পেয়ে আলিঙ্গন করেন মুরলী মনোহর জোশী৷ ‘লৌহপুরুষ’ আডবানীও প্রাণভরে আশীর্বাদ করেন তাঁদের৷ দুই গুরুর বাড়িতেই বেশ কিছুক্ষণ সময় কাটান নরেন্দ্র মোদি ও অমিত শাহ৷ হালকা জলখাবার খেতে খেতে, নেন তাঁদের শরীরিক অবস্থার খবরাখবর৷ এবার বিজেপি যে বরুল সাফল্য পেয়েছে, তারজন্য দুই শিষ্যকে শুভেচ্ছা জানান আডবানী ও যোশী৷ দেন রাজধর্ম পালনের পাঠ৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই গুজরাটে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করবেন মোদি৷ তাঁর আশীর্বাদ নেবেন৷ কথা বলবেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে৷ ২৮ মে তিনি যাবেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে৷ সেখান পুজো দেবেন তিনি৷
[ আরও পড়ুন: মোদির জয়ের দিন জঙ্গি দমনেও সাফল্য, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত জাকির মুসা ]
অন্যদিকে শুক্রবারই বিদায়ী মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপির সংসদীয় কমিটির সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে তাঁর৷ সেই বৈঠক থেকেই আগামী দিনের রণকৌশল তৈরি করবে গেরুয়া শিবির৷ বিজেপির কোন সাংসদরা মন্ত্রিসভায় জায়গা পাবেন তা ওই বৈঠকেই নির্ধারন করবেন মোদি-শাহরা৷ সেমত কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতি ভবনে সরকার গড়ার প্রস্তাব নিয়ে যাবেন নরেন্দ্র মোদি৷ এরপর আগামী ৩০ মে বিকেলে রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷
PM Modi: Dr. Murli Manohar Joshi is a scholar and intellectual par excellence. His contribution towards improving Indian education is remarkable. He has always worked to strengthen the BJP and mentor several Karyakartas, including me. Met him this morning & sought his blessings. pic.twitter.com/3KF7nqNaaN
— ANI (@ANI) May 24, 2019
PM Modi, Amit Shah visit LK Advani, MM Joshi after massive victory
Read @ANI Story| https://t.co/eKwEBjULLI pic.twitter.com/rjdMYBYGah
— ANI Digital (@ani_digital) May 24, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.