Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয় ইনিংস শুরুর আগে আডবানী-যোশীর বাড়িতে মোদি

আগামী ৩০ মে বিকেলে রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷

Narendra Modi and Amit Shah meets Advani and Murli Manohar Joshi
Published by: Tanujit Das
  • Posted:May 24, 2019 12:56 pm
  • Updated:May 24, 2019 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল জনমত নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন তিনি৷ কিন্তু এর আগে দলের পথপ্রদর্শকদের আশীর্বাদ নিতে ভুললেন না নরেন্দ্র মোদি৷ শুক্রবার সকালে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী ও মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন মোদি৷ সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷

[ আরও পড়ুন: ‘কংগ্রেসের একজন অমিত শাহ দরকার’, নিজের আসন খুইয়ে উপদেশ মুফতির ]

Advertisement

এদিন একসঙ্গেই আডবানী ও যোশীর বাড়িতে যান মোদি-শাহ৷ প্রণাম করে শ্রদ্ধা জানান বিজেপির প্রবীণ দুই যোদ্ধাকে৷ দীর্ঘদিন পর দুই শিষ্যকে কাছে পেয়ে আলিঙ্গন করেন মুরলী মনোহর জোশী৷ ‘লৌহপুরুষ’ আডবানীও প্রাণভরে আশীর্বাদ করেন তাঁদের৷ দুই  গুরুর বাড়িতেই বেশ কিছুক্ষণ সময় কাটান নরেন্দ্র মোদি ও অমিত শাহ৷ হালকা জলখাবার খেতে খেতে, নেন তাঁদের শরীরিক অবস্থার খবরাখবর৷ এবার বিজেপি যে বরুল সাফল্য পেয়েছে, তারজন্য দুই শিষ্যকে শুভেচ্ছা জানান আডবানী ও যোশী৷ দেন রাজধর্ম পালনের পাঠ৷ সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই গুজরাটে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করবেন মোদি৷ তাঁর আশীর্বাদ নেবেন৷ কথা বলবেন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে৷ ২৮ মে তিনি যাবেন নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে৷ সেখান পুজো দেবেন তিনি৷

[ আরও পড়ুন: মোদির জয়ের দিন জঙ্গি দমনেও সাফল্য, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত জাকির মুসা ]

অন্যদিকে শুক্রবারই বিদায়ী মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপির সংসদীয় কমিটির সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে তাঁর৷ সেই বৈঠক থেকেই আগামী দিনের রণকৌশল তৈরি করবে গেরুয়া শিবির৷ বিজেপির কোন সাংসদরা মন্ত্রিসভায় জায়গা পাবেন তা ওই বৈঠকেই নির্ধারন করবেন মোদি-শাহরা৷ সেমত কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতি ভবনে সরকার গড়ার প্রস্তাব নিয়ে যাবেন নরেন্দ্র মোদি৷ এরপর আগামী ৩০ মে বিকেলে রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement